পূরিয়া কল্যাণে বোধকরি সে কল্যাণী সীমন্তিনী পা রাখলেন শউর ঘরে। আমার পাশের বাড়িতে।
তারপর পীলু শুনলাম খানিক আগে অবধি।
হরা নীলা পীলায় নঈ ঘোসলায় অব তো রঙ্গিলি চিড়িয়ারাণী।
এখন দরবারী বাজছে ...
ছিলিক ছিলিক এক দু আউন্স দুঃখ রস না থাকলে কি সুখের ভিয়েনে মিঠাস বসে না?
যাইহোক
বিয়েবাড়িতে এতো সময়ানুগ রাগ বাজে না সচরাচর।
থ্যাঙ্কস টু ইলেকট্রিক দাদা।
দুটি রাগ আছে।
মহা পাজী।
এক হংসধ্বনি সারং, শুনলেই অকারণে খুশি ছেয়ে যায়।
দুই দরবারী কানাড়া, হাউমাউ করে কান্না আসে।
কিন্তু এখন আমি বসন্ত শুনবো।
"সইয়াঁ, ম্যায় কাঁহা বিসরায়ো তোহরে নাম! ..."
তারপর পীলু শুনলাম খানিক আগে অবধি।
হরা নীলা পীলায় নঈ ঘোসলায় অব তো রঙ্গিলি চিড়িয়ারাণী।
এখন দরবারী বাজছে ...
ছিলিক ছিলিক এক দু আউন্স দুঃখ রস না থাকলে কি সুখের ভিয়েনে মিঠাস বসে না?
যাইহোক
বিয়েবাড়িতে এতো সময়ানুগ রাগ বাজে না সচরাচর।
থ্যাঙ্কস টু ইলেকট্রিক দাদা।
দুটি রাগ আছে।
মহা পাজী।
এক হংসধ্বনি সারং, শুনলেই অকারণে খুশি ছেয়ে যায়।
দুই দরবারী কানাড়া, হাউমাউ করে কান্না আসে।
কিন্তু এখন আমি বসন্ত শুনবো।
"সইয়াঁ, ম্যায় কাঁহা বিসরায়ো তোহরে নাম! ..."
No comments:
Post a Comment