Thursday, April 19, 2018

শেষ হয়?

পেন্নাম হই গুণীজনেরা ,
অলীক দেশের থেকে মোরা ,
আসলুম এক গল্প বলতে ।
ব্যাঙ্গমার সেই ঝাঁপি খুলতে ।
কোন সে দেশের কোন সে গাঁয়ে ,
থাকতো সে কোন ছোট্ট ছায়ে ,
সহজ সরল মায়ে-ছাঁয়ে ।
"ভাত খা খোকন" ,
"আগে তুমি গল্প বলো" ।
"কোনটা মানিক ?"
"রাজা রানি আর দত্যি দানো ।
গল্প বলো মা গো তুমি গল্প বলো" ।
মা গেঁথে যায় কথার মালা ,
সামনে আমানি ভাতের থালা ,
খোকনের চোখে উজিয়ে ওঠে
রূপকথার কোন নরম আলো ।
ঘোড়া ছুটিয়ে
(নাকি পক্ষীরাজ !)
মাঠ পেরিয়ে
(নাকি তেপান্তর !)
খোকন যে যায়
(উঁহু , রাজপুত্তুর !)
এই পর্যন্ত ঠিকই ছিল জানেন ,
গোল টা বাঁধল ঠিক এর পরেই ।
রাজা রানি রূপকথা তেই থাকেন ।
এটা খোকন মানে না কিছুতেই ।
কঠিন মাটি
বৃদ্ধ মা টি ,
মালিকের হাতে
চড় চাপাটি !
এসব নিয়েও খোকন জাগে ,
সূর্যোদয় আর অস্তরাগে ।
অদ্ভুত এক বিশ্বাস তার ।
পথ শুধিয়ে ব্যঙ্গমার ,
পৌঁছবে সেই আলোর দেশে ,
সব পেয়েছির তৃপ্তি শেষে ।
পথ টা কঠিন জানে সে তা ।
খুঁজে নিয়ে মনের মিতা ,
চলবে খোকন উজান বেয়ে ,
রাজকন্যে আসবে নিয়ে ।
দিন বদলের স্বপ্নে বিভোর ,
দৃঢ় প্রত্যয় বুকের ভিতর ।
চলছে খোকন চলবে মানিক ,
অস্থির কাল পেরোবেই ঠিক ।
রাক্ষুসে কোন প্রবল ঝড় ,
বুক কাঁপে এই ব্যাঙ্গমার !
কি হবে বলুন তো ?
এ গল্প কি শেষ হবে ?
আদৌ কি শেষ হয় ?
কখনো ??

No comments:

Post a Comment