Thursday, April 19, 2018

আকাশ

রবিন ব্লু গোলা আকাশ
ইতিউতি গা ভাসানো মেঘ তুলো
জমাট বাঁধা মেঘলা সবুজ পাতার দঙ্গলে এক গাছ উদাসী সাদা টগর
পড়শির আলসেতে অলস কাক
এই আছে এই নেই কাঁচ রোদ্দুর
দুপুরের পাত সাজানো ব্যঞ্জন প্রস্তুতির চনমনে গন্ধ
সব কিছুই খাটের পাশ জানালার শিক গুলোর ওপারে ।
নিজের ভিতর ধীরে ধীরে 'অমল' হয়ে চললো যে !

No comments:

Post a Comment