রবিন ব্লু গোলা আকাশ
ইতিউতি গা ভাসানো মেঘ তুলো
জমাট বাঁধা মেঘলা সবুজ পাতার দঙ্গলে এক গাছ উদাসী সাদা টগর
পড়শির আলসেতে অলস কাক
এই আছে এই নেই কাঁচ রোদ্দুর
দুপুরের পাত সাজানো ব্যঞ্জন প্রস্তুতির চনমনে গন্ধ
সব কিছুই খাটের পাশ জানালার শিক গুলোর ওপারে ।
নিজের ভিতর ধীরে ধীরে 'অমল' হয়ে চললো যে !
ইতিউতি গা ভাসানো মেঘ তুলো
জমাট বাঁধা মেঘলা সবুজ পাতার দঙ্গলে এক গাছ উদাসী সাদা টগর
পড়শির আলসেতে অলস কাক
এই আছে এই নেই কাঁচ রোদ্দুর
দুপুরের পাত সাজানো ব্যঞ্জন প্রস্তুতির চনমনে গন্ধ
সব কিছুই খাটের পাশ জানালার শিক গুলোর ওপারে ।
নিজের ভিতর ধীরে ধীরে 'অমল' হয়ে চললো যে !
No comments:
Post a Comment