Thursday, April 19, 2018

থাকে কি কেউ

অনেকটা গভীর জল
অনেকটা নিবিড় নীল
নাকি একটু ঘোলাটে ?
একটা ডিঙি দুটি মানুষ
রুপোল আর তামাটে ।

একটা দাঁড়
একটা হাল
একটাই তো নৌকো ,
জীবন ঘর বাঁধার আশ
জাফরির আলো চৌকো ।

গাইছে মেয়ে
বাইছে ছেলে
গাঙ পেরোবে ঢেউয়ের তালে ,
আঁধার গাঙে কুলের দিশা
হোক না অনেক শক্ত ।

হটাৎ ঝড়
অচেনা ঢেউ
নিকষ আঁধার
ওগো , আছো কি কেউ ?

ভোরের আলো
অপার গাঙ ,
একটা ডিঙি
দাঁড় হাল
হারিয়ে গেলো ।

ওগো ,আদৌ থাকে কি কেউ ?

No comments:

Post a Comment