দিন গুলো বেশ ছিল !
সুয্যিমামার আলোয় ভরা
টাপুর টুপুর বৃষ্টি পড়া
টুকুস টাকুস শিউলি ঝরা
দিনগুলো , বড়ো কোমল ছিল ।
প্রজাপতির ডানায় ভর দেয়া
অকারণ হাসি কবিতায় মোড়া
দিনগুলো , স্বপ্নের মতো ছিল ।
প্রথম ঘড়ি পাওয়া
প্রথম শাড়ি পরার দিনগুলো ,
কিম্বা তারো আগে
পেনসিল কামড়ে গবেষণা
সবুজ পাতা গুলো হটাৎই গোলাপি কাঠি আইসক্রিম হয়ে গেলে কেমন মজা !
সেই দিনগুলো ।
রাজপুত্তুরের সোনার কাঠি থেকে আনন্দমেলা হয়ে ফেলুদা টেনিদা
দিনগুলো , বড়ো নরম ছিল ।
বড়ো ইচ্ছে করে আবার সেই শৈশব
তার অজস্র কলতানে হোক সরব ।
প্রথম বড়ো হওয়ার সেই কৈশোর
তার বিচিত্র অনুভবে হোক মুখর ।
কিন্তু ,
তাকে তো আর পাবোনা কোনোদিনই !
যা গেছে তা গেছেই !
তবু যদি বুকের চিলেকোঠায়
তাকে একবার জাগানো যায় ,
বেঁচে যাবো আমরা !
আজকের এই স্বার্থদীর্ণ পঙ্কিল রাজনীতিকীর্ণ দিনে
সেই স্বপ্নময় অথচ সুস্পষ্ট দিনগুলোই ভরসা ।
না-মানুষের এই গড্ডালিকা স্তব্ধ করতে
তোমার আমার সবার কাছে সেই যে শেষ আশা !
সুয্যিমামার আলোয় ভরা
টাপুর টুপুর বৃষ্টি পড়া
টুকুস টাকুস শিউলি ঝরা
দিনগুলো , বড়ো কোমল ছিল ।
প্রজাপতির ডানায় ভর দেয়া
অকারণ হাসি কবিতায় মোড়া
দিনগুলো , স্বপ্নের মতো ছিল ।
প্রথম ঘড়ি পাওয়া
প্রথম শাড়ি পরার দিনগুলো ,
কিম্বা তারো আগে
পেনসিল কামড়ে গবেষণা
সবুজ পাতা গুলো হটাৎই গোলাপি কাঠি আইসক্রিম হয়ে গেলে কেমন মজা !
সেই দিনগুলো ।
রাজপুত্তুরের সোনার কাঠি থেকে আনন্দমেলা হয়ে ফেলুদা টেনিদা
দিনগুলো , বড়ো নরম ছিল ।
বড়ো ইচ্ছে করে আবার সেই শৈশব
তার অজস্র কলতানে হোক সরব ।
প্রথম বড়ো হওয়ার সেই কৈশোর
তার বিচিত্র অনুভবে হোক মুখর ।
কিন্তু ,
তাকে তো আর পাবোনা কোনোদিনই !
যা গেছে তা গেছেই !
তবু যদি বুকের চিলেকোঠায়
তাকে একবার জাগানো যায় ,
বেঁচে যাবো আমরা !
আজকের এই স্বার্থদীর্ণ পঙ্কিল রাজনীতিকীর্ণ দিনে
সেই স্বপ্নময় অথচ সুস্পষ্ট দিনগুলোই ভরসা ।
না-মানুষের এই গড্ডালিকা স্তব্ধ করতে
তোমার আমার সবার কাছে সেই যে শেষ আশা !
No comments:
Post a Comment