নিজেকে শোনা হয়না বহুদিন।
এঁকে ওঁকে তাঁকে শুনতে এবং বুঝতে আর বুঝতে এবং শুনতে...আর জানতে এবং যুঝতে,
এই ওই সেই ইত্যবসরের ইত্যাদিগুলোতেই
অনুপল থেকে অনাদি অবধি কাবার।
নাহ্,
আজ আমি পাশটায় শোয়াবো, নিজেকে।
আজ আমি শুনবো শোনাবো , নিজেকে।
তারপর ...
গলা জড়িয়ে ঘুম পাড়াবো, নিজেকে।
ঘুমিয়েছে...
এরপর
ঘুমিয়েছি ভাববো নিজেও।
মিছিমিছি...
আসলে, সেই সে রাত টা না এলে কি সেই সে ঘুম টা আসতে পারে বা আসতে চায়?
শোনা কিম্বা শোনানোগুলোও কি হয়,
আদৌ?
রাতটা আবার কবে আসবে সুপূর্ণা?
রাতটা সেবার কবে এসেছিল রণজয়?
এঁকে ওঁকে তাঁকে শুনতে এবং বুঝতে আর বুঝতে এবং শুনতে...আর জানতে এবং যুঝতে,
এই ওই সেই ইত্যবসরের ইত্যাদিগুলোতেই
অনুপল থেকে অনাদি অবধি কাবার।
নাহ্,
আজ আমি পাশটায় শোয়াবো, নিজেকে।
আজ আমি শুনবো শোনাবো , নিজেকে।
তারপর ...
গলা জড়িয়ে ঘুম পাড়াবো, নিজেকে।
ঘুমিয়েছে...
এরপর
ঘুমিয়েছি ভাববো নিজেও।
মিছিমিছি...
আসলে, সেই সে রাত টা না এলে কি সেই সে ঘুম টা আসতে পারে বা আসতে চায়?
শোনা কিম্বা শোনানোগুলোও কি হয়,
আদৌ?
রাতটা আবার কবে আসবে সুপূর্ণা?
রাতটা সেবার কবে এসেছিল রণজয়?
No comments:
Post a Comment