আমার মতো কারো কারো জন্য একটা মোমও জ্বলেনা ,
তোমার জন্য হাজার ওয়াটের বড়ো বেশী উজ্জ্বল ঝকমকি !
আমার মতো কেরানীর ছেলে মেয়ে নওল - রাই কিচ্ছু হয়না ,
তোমার জন্য রঙিন পাপড়ি - ঠোঁট - সুগন্ধি - সুরা - সাকী !
তবু তোমার মন ভালো নেই ?
কি মুশকিল !
আমাদের দ্যাখো ,
একরাশ না পাওয়া কে তুড়ি মেরে উড়িয়ে কি মজাসে চলছি ,
প্রতি পশলা বৃষ্টি তে ভিতর ডুবিয়ে কান্না মিশিয়ে হাসছি ,
গোলাপি না হোক ফিকে রঙা মনই নিজের হৃদয় কে সঁপেছি ।
শুধু বাঁচা কেই ভালোবেসে বাঁচছি ।
তুমিও বাঁচো ।
সব দেওয়া নেওয়া খুশি বেদনায়
নরম আদরে স্বমহিমায়
যেখানেই থাকো , যেভাবেই থাকো
ভালো থেকো ভালোবাসা ।
তোমার জন্য হাজার ওয়াটের বড়ো বেশী উজ্জ্বল ঝকমকি !
আমার মতো কেরানীর ছেলে মেয়ে নওল - রাই কিচ্ছু হয়না ,
তোমার জন্য রঙিন পাপড়ি - ঠোঁট - সুগন্ধি - সুরা - সাকী !
তবু তোমার মন ভালো নেই ?
কি মুশকিল !
আমাদের দ্যাখো ,
একরাশ না পাওয়া কে তুড়ি মেরে উড়িয়ে কি মজাসে চলছি ,
প্রতি পশলা বৃষ্টি তে ভিতর ডুবিয়ে কান্না মিশিয়ে হাসছি ,
গোলাপি না হোক ফিকে রঙা মনই নিজের হৃদয় কে সঁপেছি ।
শুধু বাঁচা কেই ভালোবেসে বাঁচছি ।
তুমিও বাঁচো ।
সব দেওয়া নেওয়া খুশি বেদনায়
নরম আদরে স্বমহিমায়
যেখানেই থাকো , যেভাবেই থাকো
ভালো থেকো ভালোবাসা ।
No comments:
Post a Comment