Thursday, April 19, 2018

বলোনা!

আজ হটাৎ সব কালির দোয়াত গুলো শুকিয়ে গেলে কেমন হয় ?
কিম্বা আমার পৃথিবী থেকে সব কাগজ গুলো হারিয়ে গেলে ,কেমন হয় ?
নিজের অস্তিত্ব হৃদয়-মস্তিস্ক থেকে সরিয়ে নিলে কেমন হয় ?
সবার সব প্রত্যাশা আমার উপর থেকে উঠে গেলে , কেমন হয় ?
ভিতর কয়েদ পাগলী টাকে এক্কেবারে ছেড়ে দেবো ,
দুই পা টেনে অকারনে ঘাসের উপর শুইয়ে দেবো ,
বৃষ্টিতে গা ধুইয়ে দেবো ,
জোছন ভেঙে মল পরাবো ,
একমুঠো জুঁই বকুল এনে , উলঝুল চুল বেঁধে দেবো ।
মাপা কথার ঠাস বুনোট টা একটানেতে ছিঁড়ে ফ্যাল ,
পাগলী রে তুই দামাল পায়ে মনোভূমি টা চষে ফ্যাল !
নতুন করে বীজ বুনে আজ মনের গর্ভ ভরিয়ে দেবো ,
তৃপ্ত মাটির শস্য নিয়ে জিয়ন মরণ পাল ওড়াবো !
সেই দিন সেই সন্ধিক্ষণে কবিতার নবজন্ম হবে ,
আভিজাত্যের ঠুলি ভেঙে সব মানুষের প্রাণ জুড়াবে !
আমার কবিতা মানুষ হবে !
একী !
আরেকটা ব্যর্থ কবিতার শরীর ই তৈরি হয়ে গেলো যে !
সর্বজ্ঞের মমি কাঠামে প্রাজ্ঞ অহং ই রয়ে গেলো যে !
কিছুই তাহলে আজও হলনা ।
আর কবে হবে ?
কবি ,
বলোনা !

No comments:

Post a Comment