দিতে পারো ওই এক কুশী কাকচক্ষু মরম জল?
ধ্রুবশুভ্র চন্দনগন্ধী।
ঠোঁটের কষ ছুঁয়ে নামলো যা এক্ষুনি।
কথা দিচ্ছি।
মুহূর্তে বিলিয়ে দেবো অতৃপ্তির আযৌবন অহংকার।
নতজানু পরিতৃপ্ত একান্ত প্রেম হবো।
একবার।
আরেকবার।
অন্তিমবার।
রুধির তো তীরের পিপাসা মেটায়।
কিন্তু তৃষ্ণা যে তূণীরেরও থাকে সুপূর্ণা।
তুই কবে সেটা বুঝবি বল?
ধ্রুবশুভ্র চন্দনগন্ধী।
ঠোঁটের কষ ছুঁয়ে নামলো যা এক্ষুনি।
কথা দিচ্ছি।
মুহূর্তে বিলিয়ে দেবো অতৃপ্তির আযৌবন অহংকার।
নতজানু পরিতৃপ্ত একান্ত প্রেম হবো।
একবার।
আরেকবার।
অন্তিমবার।
রুধির তো তীরের পিপাসা মেটায়।
কিন্তু তৃষ্ণা যে তূণীরেরও থাকে সুপূর্ণা।
তুই কবে সেটা বুঝবি বল?
No comments:
Post a Comment