Thursday, April 19, 2018

জীবন আস্বাদনে

আজকাল আমি আর একদম লিখিনা ।
কলম ভুলতেই বসেছে
সাদা কাগজের সেই পুরনো ঠিকানা ।
অনেক বেশী ভাললাগায় কাগজ গুলোর খেলনা বানাই ,
ফুটপাথের বালগোপালের হাতে ধরিয়ে খুশিতে ভাসাই ।
কলম দিয়ে আঁকিবুঁকি ভিখিরি ছেলে রাজা সাজাই ,
অপাপবিদ্ধ চোখে তারি নতুন ভোরের স্বপ্ন জাগাই ।
আমার কবিতা খেলে বেড়ায় ওই যীশু দের দিন যাপনে ,
আমার কবিতা বেঁচে থাকে তীব্র জীবন আস্বাদনে ।

No comments:

Post a Comment