জান কবি ,
আজ শ্যামলিমার গল্প বলবো আমি ,
শ্যামা মেয়ের জীবন যাপন কথা ।
লিখবে কবি ?
পাথরকুচির হীরে রচনাকার তুমি ,
গল্প শুনে একটি কেবল কবিতা ?
হাসছ কেন ?
শ্যামলা মেয়ের গল্প থাকেনা , না ?
সরস পদ্য না থাক , নীরস গদ্যও না ?
কি থাকে তবে ?
অহর্নিশ ভালো হোক ভাবনায় মোড়া ,
ভীরু কুণ্ঠিত হৃদয় ।
যা দিয়ে সংসার অচলায়তনের ভার বওয়ানো যায় ,
আড়শি পড়শির নিরন্তর গঞ্জনা
মা বাবার দিবানিশি দুর্ভাবনার পাত্রী বানানো যায় ,
কিন্তু ,
তা দিয়ে নরম রূপসী কবিতা রচনা ?
সুন্দরের ঐকান্তিক উপাসনা ?
নাহ , সম্ভব নয় !
সোনার পাথরবাটির বাস্তবতা নেই না !
বেশ ,
লিখোনা তুমি ,তোমরা কেউ ।
আমি লিখবো ,
আমার কাজলির শ্যামল যাপন কথা ,
অহর্নিশ অপমানিতা মেয়েটির
অকথিত যুদ্ধ জয়ের গাথা ।
অপঠিত দিনলিপির কয়েকটি
আলো আঁধারি পাতা ।
পড়ো কিন্তু ।
আজ শ্যামলিমার গল্প বলবো আমি ,
শ্যামা মেয়ের জীবন যাপন কথা ।
লিখবে কবি ?
পাথরকুচির হীরে রচনাকার তুমি ,
গল্প শুনে একটি কেবল কবিতা ?
হাসছ কেন ?
শ্যামলা মেয়ের গল্প থাকেনা , না ?
সরস পদ্য না থাক , নীরস গদ্যও না ?
কি থাকে তবে ?
অহর্নিশ ভালো হোক ভাবনায় মোড়া ,
ভীরু কুণ্ঠিত হৃদয় ।
যা দিয়ে সংসার অচলায়তনের ভার বওয়ানো যায় ,
আড়শি পড়শির নিরন্তর গঞ্জনা
মা বাবার দিবানিশি দুর্ভাবনার পাত্রী বানানো যায় ,
কিন্তু ,
তা দিয়ে নরম রূপসী কবিতা রচনা ?
সুন্দরের ঐকান্তিক উপাসনা ?
নাহ , সম্ভব নয় !
সোনার পাথরবাটির বাস্তবতা নেই না !
বেশ ,
লিখোনা তুমি ,তোমরা কেউ ।
আমি লিখবো ,
আমার কাজলির শ্যামল যাপন কথা ,
অহর্নিশ অপমানিতা মেয়েটির
অকথিত যুদ্ধ জয়ের গাথা ।
অপঠিত দিনলিপির কয়েকটি
আলো আঁধারি পাতা ।
পড়ো কিন্তু ।
No comments:
Post a Comment