Thursday, April 19, 2018

গেল কয়?

একা একা বসে থাকা ,
চাঁদ একা
আমিও !
বাহ ! কবির মতো লেখা ,
পরিশীলিত ন্যাকা
কবিও !
বাস্তব আড়াল করে নিজের থেকে
খিদে লুকিয়ে রেখে পরের চোখে
কাব্যরচনা !
অতি সুছাঁদ !
ধনীর দুলালীর কদিনের খেলনা নিজেকে মেনেও ,
ল্যাম্পপোস্ট আর চাঁদে প্রম হয়না জেনেও ,
অনুপ্রেরনা
আজও চাঁদ !
ধুর
ভালবাসা বহুত খাস্তা জিনিস ।
চেপে ধরলেই ঝুরঝুর ফিনিশ ।
তাও কি অপচয় !
রেশন থলে টা গেল কয় !!!

No comments:

Post a Comment