Thursday, April 19, 2018

সাধ টুকু

কতদিন কতদিন ।
দাঁড়িয়ে আছি এই ধু ধু প্রান্তরে ।
পাহাড় পাথার বনানী ।
কত সে দিবস যামিনী ।
শোভন শোভা বাহ্যিক ।
হা হা রিক্ততা ভিতরে ।
নিবিষ্টতা কই ?
কই অনুপম কর্ম তৃপ্তি ?
শুধু অস্থিরতা গ্রাস করে আছে অন্তরলোক ।
তারি প্রতিবিম্ব দ্যুলোক ভূলোক ।
আপন হৃদ শিলায় খচিত লিপির
পাঠোদ্ধারই যে আজও হলোনা !
মহেঞ্জোদারোর বুকের ভাষা
অনুরণিত হবে কি করে ?

নদীটির খুব কাছে আজও তো দাঁড়ানোই যায় ।
যদি যেতে পারও ফেলে রেখে
সবটুকু অতীতের দায় ।
নদীটির সাথে আজও তো হতে পারে ভাব বিনিময় ।
যদি অঞ্জলি ভরে নিয়ে আসো অপাপবিদ্ধ সময় ।
নদীটির বুকে আজও তো মিশে যাওয়া যায় ।
চরাচর নতুন আশ্বাস পলি তে সাজানোর
সাধ টুকু যদি রয়ে যায় । 

No comments:

Post a Comment