Wednesday, April 18, 2018

বারণ আছে।

দিনেরা বড্ড বকবক করে, রাতেরা অনেক গল্প বলে। সাধারনতঃ।
এক একটা অন্যময় রাত আবার নিজেই গড়ে অনিন্দ্য গল্পের মেঘময় শরীর নিজের গোটা স্বপ্নালু অস্তিত্ব দিয়ে।
আর সেই রাত কিন্তু সবটা, সবটা শোনায় নিঃসাড়ে। মিশমিশিয়ে। ফিসফিসিয়ে।
শোনায় নাকি দেখায় নাকি সর্বস্ব ছুঁয়ে দেয় গল্প বুলিয়ে?
জড়িয়ে নেয়, মিশিয়ে নেয়, মাখিয়ে নেয় অবলীলায়।
এরপর...
অনুভূতির উঠোনে এসে দাঁড়ায় আপাত অলীক এক মোহময় মায়াময় অপার চরাচর।
নীল নীল আরও আরও নীল
এই ডুবছি এই ভাসছি
এই দেখছি এই হারাচ্ছি
অথই পাথার নীলাভ আলোর
পালক পালক নীলাভ মেঘের
তারপর ...
বলবো না!
বারণ আছে!!

No comments:

Post a Comment