কাঁচের ওপারে ছুটছে সিক্ত গতি,
সওয়ারী সিল্যুয়েট আঁধার আলোর বিভেদে,
লাল-নীল জলের ভিতর দেখার ঈপ্সা,
পরাভূত হয়ে গড়িয়ে যাচ্ছে সখেদে।
জলছবি লাখ গড়ছে একেক লহমা,
আঙুলের খেলা লিখছে গোপন নাম,
কাঁচের গায়ে জমছে বিধুর স্মৃতি,
সহস্র পল আজ একসাথে পেরোলাম।
সখ্যতা সেতো সামাজিক বেশবাস,
হৃদয় তো জানে টান এর প্রকৃত রূপ,
ভেজা দিন জুড়ে কতো হাসি পরিহাস,
দুজনেই জলবিন্দুর মতো নিশ্চুপ।
একটা প্রশ্নে আছাড়ি - পিছাড়ি মেঘ,
বৃষ্টি বলছে বাজ উত্তর জানে হয়তো,
পথ ফুরচ্ছে তীব্রতম বেগ,
এই দেখাই শেষ দেখা নয়তো?
সওয়ারী সিল্যুয়েট আঁধার আলোর বিভেদে,
লাল-নীল জলের ভিতর দেখার ঈপ্সা,
পরাভূত হয়ে গড়িয়ে যাচ্ছে সখেদে।
জলছবি লাখ গড়ছে একেক লহমা,
আঙুলের খেলা লিখছে গোপন নাম,
কাঁচের গায়ে জমছে বিধুর স্মৃতি,
সহস্র পল আজ একসাথে পেরোলাম।
সখ্যতা সেতো সামাজিক বেশবাস,
হৃদয় তো জানে টান এর প্রকৃত রূপ,
ভেজা দিন জুড়ে কতো হাসি পরিহাস,
দুজনেই জলবিন্দুর মতো নিশ্চুপ।
একটা প্রশ্নে আছাড়ি - পিছাড়ি মেঘ,
বৃষ্টি বলছে বাজ উত্তর জানে হয়তো,
পথ ফুরচ্ছে তীব্রতম বেগ,
এই দেখাই শেষ দেখা নয়তো?
No comments:
Post a Comment