লুকোনো থলিটায়
গুটিকয় বকুল বীজ - কিতকিত এর গুটি - পায়রার আধ খাওয়া গম
থেকে যায় ।
সেখানে হাত রাখলেই
নিটোল এক অঙ্গীকার রাখা হয়ে যায় ।
কখনো আপাত অনিচ্ছায়
কখনো বা ইচ্ছে-অসাবধানতায় ।
শূন্যস্থান ভরাট হয়
চক্রবাল রঙ পায়
আমি একা বসে থাকি
বিকেলের বারান্দায় ।
ঘুমাও বাউন্ডুলে , ঘুমাও এবার ।
গুটিকয় বকুল বীজ - কিতকিত এর গুটি - পায়রার আধ খাওয়া গম
থেকে যায় ।
সেখানে হাত রাখলেই
নিটোল এক অঙ্গীকার রাখা হয়ে যায় ।
কখনো আপাত অনিচ্ছায়
কখনো বা ইচ্ছে-অসাবধানতায় ।
শূন্যস্থান ভরাট হয়
চক্রবাল রঙ পায়
আমি একা বসে থাকি
বিকেলের বারান্দায় ।
ঘুমাও বাউন্ডুলে , ঘুমাও এবার ।
No comments:
Post a Comment