তুমি বললে আকাশ দিলাম,
আমি পেলাম রিক্ততা।
তুমি বললে মাটিও দিলাম,
আমি পেলাম স্তব্ধতা।
তুমি বললে সাগর নেবে?
আমি শুনলাম হা-শূন্য।
তুমি বললে পাহাড় নেবে?
আমি দেখলাম কাঠিন্য।
এতো কিছু পেয়েও আমি পূর্ণতা তো পেলাম না।
এতো কিছু দিয়েও তুমি, নিজেকেই তো দিলেনা!
আমি পেলাম রিক্ততা।
তুমি বললে মাটিও দিলাম,
আমি পেলাম স্তব্ধতা।
তুমি বললে সাগর নেবে?
আমি শুনলাম হা-শূন্য।
তুমি বললে পাহাড় নেবে?
আমি দেখলাম কাঠিন্য।
এতো কিছু পেয়েও আমি পূর্ণতা তো পেলাম না।
এতো কিছু দিয়েও তুমি, নিজেকেই তো দিলেনা!
No comments:
Post a Comment