Thursday, April 19, 2018

কান্হা আমার

বৃষ্টি নামছে লেখার খাতায়
বৃষ্টি নামছে বুকের ভিতর ,
ঘন শ্রাবণ চোখের পাতায়
কলম হটাৎ অবাধ্য তোর !

থইথই জল নৌকা ভাসাই
কলকল স্রোত চললও নিয়ে ,
স্মৃতির বৈঠা উঠাই নামাই
ডিঙি টা চললও ভাটানি বেয়ে !

অপলক সেই তাকিয়ে থাকা
শরীর ভরা অচেনা কাঁপন ,
গোটা পৃথিবী ভুলিয়ে রাখা
দুটি হৃদয়ের প্রণয় যাপন !

অনেকটা দিন পার হয়েছে
অনেকখানি বয়স হোলও ,
বরাত মাফিক লেখার মাঝে
আচমকা এ কোন ঝঞ্ঝা এলো !

নষ্ট মেয়ে হইনি আমি
সকাল বিকেল পদ্য লিখি ,
প্রতি কবিতার শিরায় শিরায়
আমাদের প্রেম লুকিয়ে রাখি !

তুই ফিরে যা কান্হা আমার
সওয়াল জবাব সব তামাদি ,
চোখ টা ধুয়ে আমি আবার
বরাত মাফিকে মন ঢেলে দি ! 

No comments:

Post a Comment