সব ভিজে যাচ্ছে রণ! সব সব সবটা ভিজছে।
ভোর থেকে দুপুর, আলসে থেকে উঠান, কেয়ারি থেকে আগাছা, বেড়াল থেকে দাঁড়াশ, সাইকেল থেকে ল্যাম্প পোষ্ট, কুমুদিনী থেকে আত্মদীপ
প্রকৃতি ভিজেই চলছে!
অহং থেকে অভিমান, লালসা থেকে প্রেম, গ্লানি থেকে তৃপ্তি, হাঁটা থেকে পিছুটান, ন্যাকামি থেকে ফুসলানো, ঘৃণা থেকে চাহিদা
পুরুষ ভিজেই চলছে!
সব্বাই মরে যাচ্ছে রণ, আকণ্ঠ মরেই যাচ্ছে।
কি অকুণ্ঠ ভালোলাগায় কি উদ্দাম ভালোবাসায়
তীব্রতম আশ্লেষে বৃষ্টি খিঁমচে
ভিজতে ভিজতে চুপ্পুর মরণ সব্বার!
আমি যতটা শুকনো ততটাই শুকনো থেকে গেলাম।
আজও। আজকেও।
তুই এলিনা। ...
ভোর থেকে দুপুর, আলসে থেকে উঠান, কেয়ারি থেকে আগাছা, বেড়াল থেকে দাঁড়াশ, সাইকেল থেকে ল্যাম্প পোষ্ট, কুমুদিনী থেকে আত্মদীপ
প্রকৃতি ভিজেই চলছে!
অহং থেকে অভিমান, লালসা থেকে প্রেম, গ্লানি থেকে তৃপ্তি, হাঁটা থেকে পিছুটান, ন্যাকামি থেকে ফুসলানো, ঘৃণা থেকে চাহিদা
পুরুষ ভিজেই চলছে!
সব্বাই মরে যাচ্ছে রণ, আকণ্ঠ মরেই যাচ্ছে।
কি অকুণ্ঠ ভালোলাগায় কি উদ্দাম ভালোবাসায়
তীব্রতম আশ্লেষে বৃষ্টি খিঁমচে
ভিজতে ভিজতে চুপ্পুর মরণ সব্বার!
আমি যতটা শুকনো ততটাই শুকনো থেকে গেলাম।
আজও। আজকেও।
তুই এলিনা। ...
No comments:
Post a Comment