Thursday, April 19, 2018

কবির সন্ধানে

চাঁদ পেলে সুখী হবে তুমি ?
চাঁদ দিয়ে গড়ে দেবো ঝকঝকে পিতলের থাল ,
কয় ফোঁটা তেল এ মাখা ধবধবে মুড়ি ,
কাঁচা মরিচের ঝাল ,
খেতে পেলে খুশি হবে তুমি ?
চাঁদ পেলে তৃপ্ত হবে তুমি ?
চাঁদ ভেঙ্গে গড়ে দেবো মেদুর চাঁদনী শরীর ,
রূপোলী ইলিশের মতো মোহিনী আশ্লেষ ,
তোমার স্বপ্নিল নারীর ,
আদর পেলে শান্ত হবে তুমি ?
ছেনে ঘেঁটে নেড়ে চেড়ে জড়িয়ে জারিয়ে দেখলে তো ?
অপার্থিব কে পার্থিব করার তীব্র আশ মিটল তো ?
বেশ , সকল প্রাপ্তি নিয়ে একখানি স্থুল ঘুম ঘুমাও এবার ।
তারপর ?
আমি বয়ে যাব চন্দ্রাহত কোন এক কবির সন্ধানে ,
বুকের ভিতর এক কুচি শুদ্ধ স্নিগ্ধ চাঁদ নিয়ে ।

No comments:

Post a Comment