Thursday, April 19, 2018

বাঁচবো

কতদিন আমি আকাশ দেখিনি দু চোখে উজাড় করে ,
কতদিন আমি সাগর ছুঁইনি দু হাতে জড়িয়ে ধরে ।
দেখার মতো দেখলে আকাশ বুকে তে বাসা বাঁধে !
ছোঁয়ার মত ছুঁলে সাগর শরীরে আলাপ সাধে !
এসবই তো জানা আমার সেই যে কিশোরী বেলায় ,
আকাশ পাহাড় নদী সাগর ভেসেছি খুশির ভেলায় !
ঘুণপোকা আজ বেঁধেছে  বাসা বুকে তে শক্ত করে ,
মৃত্যুর দূত আলাপ সাধে শরীর স্তব্ধ করে !
তবু একবার বোন টাকে তোর নিয়ে যাবি দাদা বেড়াতে ?
মৃত্যুর নীল চোখে চোখ রেখে জিয়ন ফানুস ওড়াতে !
মেঘে ঢাকা তারা হবোনা রে দাদা গোধূলির রঙে সাজবো ,
প্রতিটি মেয়ের বুকের ভিতর লাজারুন সাধ হয়ে বাঁচবো !
দাদা রে , আমি বাঁচবোই বাঁচবো !!

No comments:

Post a Comment