তোকে একটা ফোন করি , কাল ?
আ-বিচ্ছেদ জমা দিস্তে দিস্তে অভিমান
বলছে ,
" আমায় উপুড় চুপুড় ঢাল "।
আজ সায়াহ্ন বারিষ মাখালো , জানিস ?
অসহ্য আদরে পুড়িয়ে লোমকূপ
বললো ,
" এমোনই আমার সোহাগ-জলে বাঁচিস "।
ইদানিং তোর কোথায় যেনও থাকা ?
সেখানেও কি এমোনই কাউকে জড়িয়ে
বলবি ,
" আজ আঁকা মানে তোর বুকে মুখ রাখা " ।
গহীন ভাসছে
আ-শরীর এক নোনতা জলজ বিন্দু ,
দরদী গাইছে
" ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু " ।
আ-বিচ্ছেদ জমা দিস্তে দিস্তে অভিমান
বলছে ,
" আমায় উপুড় চুপুড় ঢাল "।
আজ সায়াহ্ন বারিষ মাখালো , জানিস ?
অসহ্য আদরে পুড়িয়ে লোমকূপ
বললো ,
" এমোনই আমার সোহাগ-জলে বাঁচিস "।
ইদানিং তোর কোথায় যেনও থাকা ?
সেখানেও কি এমোনই কাউকে জড়িয়ে
বলবি ,
" আজ আঁকা মানে তোর বুকে মুখ রাখা " ।
গহীন ভাসছে
আ-শরীর এক নোনতা জলজ বিন্দু ,
দরদী গাইছে
" ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু " ।
No comments:
Post a Comment