Thursday, April 19, 2018

যূথ কাব্য

একাকীত্বের অর্থ টা কি জানো?
একাকী কি হয়েছ কখনো?

একলা হতে ইচ্ছে ডাকে, একাকী কিন্তু ভয়।
এক্কেবারে ঝুম দুপুরে একাকী হওয়া সয়!

একেকখানি বিকেল-মীড় একলা হতে সাধে,
একটি দুটি চড়ুই ঠোঁটে একতারা সুর বাঁধে।

একলা আর একাকীর এই দ্বন্দ্ব টানাপোড়েন
একে দিয়েই যাপন কবি যূথ-কাব্য গড়েন।

No comments:

Post a Comment