সুডৌল চিবুকে সুছাঁদ ললাটে তিলাঙ্কিত কলঙ্কসুষমারা লাজহরণের পদশব্দে দস্তুরমতো স্ত্রস্ত।
নাকি অপার সেকোন গোপন এক প্রাপ্তির ঝিলিমিলি আনন্দই ওইখানে ওইভাবেই বিন্যস্ত?
পাতাবাহারের ফটকে ঝুমকো কুঁচোর অলিতে গলিতে গলে গলে পড়া চাঁদনি থিরথিরা অভিসারিকার পথিকৃৎ সইমনা দিক্ দিশারী নন্দিতা আলো।
নাকি চতুর্দিকে উচ্ছল উচ্ছ্বাসী শব্দপ্রভূতের মাঝেই আলোকময়তার এই নিশ্চুপ পাথারে আসলে এসব নির্বাক তরঙ্গেরা সেকোন খুনিমস্তিষ্কের অনির্নেয় আলেয়া?
ঠিক বুঝে ওঠা যায় না গোটা জীবনসময়।
এক অলঙ্ঘ্য নিশির ডাকে তবু সে পথেই ঝিমঝিমে সুখের ভ্রান্তি বুকে একের পর এক পথিক।
হেঁটে গেছে অতীত
হেঁটে যাচ্ছে বর্তমান
হেঁটে যাবে ভবিষ্যৎ
খাঁ সাহেব, আপনার লাজ-নিলাজগন্ধী ভোরের ওই ফুঁয়ের তোড়ে যে কতো তালেবর পীরের পিরীতিকাটান্ পানিপড়া ফুঁ অক্ষম ক্রোধে ফুঁসছে তার পরিসংখ্যান জানা আছে আপনার?
আপনি না বড্ড কেমন! মনকাড়া মনকেমন।
এক্ষুণি উঠবেন নিশ্চয়ই?
কোনও শুভবিবাহের ভোর আপনার প্রতীক্ষায়।
আপনার ফুঁয়ে সেজে উঠবে আরোও এক অনিন্দ্য বন্ধনডোর।
একটাই অনুরোধ,
আপনার মহেশ্বরকে শুধু একটিবার শুধোবেন, শাদী নিকাহ্ খোদার কসমে রচিত নতুন জীবনের আলপথে নিমেষেই নিকাহ্ হালালার অসম্মানী আলকেউটের ছোবল আর কতোদিন সইবো?
শুভ জন্মদিন জানবেন।
নাকি অপার সেকোন গোপন এক প্রাপ্তির ঝিলিমিলি আনন্দই ওইখানে ওইভাবেই বিন্যস্ত?
পাতাবাহারের ফটকে ঝুমকো কুঁচোর অলিতে গলিতে গলে গলে পড়া চাঁদনি থিরথিরা অভিসারিকার পথিকৃৎ সইমনা দিক্ দিশারী নন্দিতা আলো।
নাকি চতুর্দিকে উচ্ছল উচ্ছ্বাসী শব্দপ্রভূতের মাঝেই আলোকময়তার এই নিশ্চুপ পাথারে আসলে এসব নির্বাক তরঙ্গেরা সেকোন খুনিমস্তিষ্কের অনির্নেয় আলেয়া?
ঠিক বুঝে ওঠা যায় না গোটা জীবনসময়।
এক অলঙ্ঘ্য নিশির ডাকে তবু সে পথেই ঝিমঝিমে সুখের ভ্রান্তি বুকে একের পর এক পথিক।
হেঁটে গেছে অতীত
হেঁটে যাচ্ছে বর্তমান
হেঁটে যাবে ভবিষ্যৎ
খাঁ সাহেব, আপনার লাজ-নিলাজগন্ধী ভোরের ওই ফুঁয়ের তোড়ে যে কতো তালেবর পীরের পিরীতিকাটান্ পানিপড়া ফুঁ অক্ষম ক্রোধে ফুঁসছে তার পরিসংখ্যান জানা আছে আপনার?
আপনি না বড্ড কেমন! মনকাড়া মনকেমন।
এক্ষুণি উঠবেন নিশ্চয়ই?
কোনও শুভবিবাহের ভোর আপনার প্রতীক্ষায়।
আপনার ফুঁয়ে সেজে উঠবে আরোও এক অনিন্দ্য বন্ধনডোর।
একটাই অনুরোধ,
আপনার মহেশ্বরকে শুধু একটিবার শুধোবেন, শাদী নিকাহ্ খোদার কসমে রচিত নতুন জীবনের আলপথে নিমেষেই নিকাহ্ হালালার অসম্মানী আলকেউটের ছোবল আর কতোদিন সইবো?
শুভ জন্মদিন জানবেন।
No comments:
Post a Comment