আলতা পাতা বকুল গাঁথা নিশীথ কাজল সই ,
কাঁচপোকা টিপ রঙিন চুড়ি সাজিয়ে দে না , ওই ।
আসমানি পাড় দুধলা জমিন জড়িয়ে নিয়ে কই ,
বঁধু তুমি ডাকবে ভেবেই কুল প্লাবিয়ে বই ।
অঝোর বারিষ ঈশানী ঝড় ভাল সাজিয়ে রই ,
অভিসার গুণ করল আমায়
কিন্তু ,
রাধা তো আমি নই !!
কাঁচপোকা টিপ রঙিন চুড়ি সাজিয়ে দে না , ওই ।
আসমানি পাড় দুধলা জমিন জড়িয়ে নিয়ে কই ,
বঁধু তুমি ডাকবে ভেবেই কুল প্লাবিয়ে বই ।
অঝোর বারিষ ঈশানী ঝড় ভাল সাজিয়ে রই ,
অভিসার গুণ করল আমায়
কিন্তু ,
রাধা তো আমি নই !!
No comments:
Post a Comment