দশানন-চিতার মতো জ্বলা প্রতি পল ।
ছাইয়ের রঙে তো লেখা থাকেনা যন্ত্রণা ।
পাশবিক শব্দটা নেহাতই জোলো আজকাল ।
প্রতি নিমেষ স্রেফ যোনি আগলানোর তাড়না ।
বিশ্বাস ভয় পায় নিজেকেই সবচেয়ে বেশি ।
আদরের মানে বড়ো বড়ো নখওলা হাত ।
সুললিত গ্রীবা ঝুমকো ঝিকানো হাসি ।
মুহূর্তে বদলে হয় নারী থেকে ধর্ষিত-লাশ ।
ছাইয়ের রঙে তো লেখা থাকেনা যন্ত্রণা ।
পাশবিক শব্দটা নেহাতই জোলো আজকাল ।
প্রতি নিমেষ স্রেফ যোনি আগলানোর তাড়না ।
বিশ্বাস ভয় পায় নিজেকেই সবচেয়ে বেশি ।
আদরের মানে বড়ো বড়ো নখওলা হাত ।
সুললিত গ্রীবা ঝুমকো ঝিকানো হাসি ।
মুহূর্তে বদলে হয় নারী থেকে ধর্ষিত-লাশ ।
No comments:
Post a Comment