Wednesday, April 18, 2018

দায় নেই

খুব আপন কিছু খুইয়ে ফেলার ভয় নেই।
নিজের বোধের কাছে দেওয়া একটা কথা ছাড়া,
আমার কোনও কথা রাখার দায় নেই।

আমায় তারা অজস্র কথা দিয়েছিলো।
সেসব তাদের খুব সম্ভব মনেতে নেই।
কোন একজন্মে যে সমেতাল মিলেছিলো।
সে বাজনার তারেরই আজ হদিশ নেই।

প্রেয়র কাছে পৌঁছে যাওয়ার তাড়া নেই।
নিজের আত্মার কাছে দেওয়া সেইসে কথা ছাড়া,
আমার কোনও কথা রাখার দায় নেই।

একেক করে সবটা ক্ষতই ক্ষয়াটে হলো।
বেইমানির ঘায়েরা আর দগদগে নেই।
অসম্মানের কালশিটেরাও মিলিয়ে এলো।
প্রতিহিংসার হিসহিসানি-র মরণ নেই!

সেই মুখোশীদের মারণ পূর্বে তর্পণ নেই।
নিজের প্রেতের কাছে দেওয়া এই কথাটা ছাড়া,
আমার কোনও কথা রাখার দায় নেই।

No comments:

Post a Comment