এতো রক্ত কেন ?
কেন এতো ঘৃণা চারিপাশ ?
নারকীয় অন্ধকারের দিকে সশব্দে চলেছি আমরা !
এতো দম্ভ কেন ?
কেন এতো পাশবিক উল্লাস ?
পঙ্কিল কুটিল আবর্তে মহানন্দে পাক খাচ্ছি আমরা !
শ্রদ্ধা , সম্ভ্রম , সৌজন্য , শালীনতা
কোথায় গেলে তোমরা ?
দশচক্রে ভগবান ভুত জানোনা তা ?
কোন ছার আমরা !
যদি বাঁচতে চাও ,
"উলঙ্গ ছেলে" টাকে খোঁজও !
কেন এতো ঘৃণা চারিপাশ ?
নারকীয় অন্ধকারের দিকে সশব্দে চলেছি আমরা !
এতো দম্ভ কেন ?
কেন এতো পাশবিক উল্লাস ?
পঙ্কিল কুটিল আবর্তে মহানন্দে পাক খাচ্ছি আমরা !
শ্রদ্ধা , সম্ভ্রম , সৌজন্য , শালীনতা
কোথায় গেলে তোমরা ?
দশচক্রে ভগবান ভুত জানোনা তা ?
কোন ছার আমরা !
যদি বাঁচতে চাও ,
"উলঙ্গ ছেলে" টাকে খোঁজও !
No comments:
Post a Comment