Thursday, April 19, 2018

পারলে কই?

আমাকে স্পর্শ করেছো লাখো লাখো দণ্ড।

দেহের গলিতে তন্ত্রীতে
প্রতি খাঁজ সন্ধিতে
বহুবার চলমান হলে তুমি,
তোমার দার্ঢ্য।

বিজিত উপত্যকায় প্রোথিত হয়েছে বিজয়ীর নিশান,
পেষণ- স্পর্শিত হয়েছে মুঠি বদ্ধ পরাভূত মাটি,

কি ভীষণ শ্লাঘা তোমার!
কি তীব্র তেজবান অহং তৃপ্তি!
করায়ত্ত করার কি অমোঘ দুর্বার শান্তি!

কিন্তু,

এক অনুপল ও আমাকে তুমি ছুঁতে পারলে কই?

No comments:

Post a Comment