তুমি আমার ভোরের আবছায়াতে
বইয়ে দাও শান্ত শীতল হাওয়া ,
তোমায় যেমন পাই একেলা আমি ,
আর কারোরই হয়না তেমন পাওয়া ।
তুমি আমার ব্যস্ত দিনের মাঝে
গুছিয়ে রাখো তৃপ্ত অবসর ,
তোমায় আমি যতোটা নিবিড় ভাবি ,
এতখানি তো কেউ ভাবেনা আর ।
তুমি আমার শ্রান্ত সাঁঝের বেলায়
ফুটিয়ে তোলও স্বপ্ন প্রসব দিন ,
তোমার কাছে আমি যতোটা ঋণী
কারোর খেরোয় জমেনি এতোটা ঋণ ।
তুমি আমার নিকষ কালো রাতে
জুটিয়ে আন অলীক আলোর ঢেউ ,
তোমার কথা জানি কেবল আমি ,
আমার মতো আর জানেনা কেউ ।
বইয়ে দাও শান্ত শীতল হাওয়া ,
তোমায় যেমন পাই একেলা আমি ,
আর কারোরই হয়না তেমন পাওয়া ।
তুমি আমার ব্যস্ত দিনের মাঝে
গুছিয়ে রাখো তৃপ্ত অবসর ,
তোমায় আমি যতোটা নিবিড় ভাবি ,
এতখানি তো কেউ ভাবেনা আর ।
তুমি আমার শ্রান্ত সাঁঝের বেলায়
ফুটিয়ে তোলও স্বপ্ন প্রসব দিন ,
তোমার কাছে আমি যতোটা ঋণী
কারোর খেরোয় জমেনি এতোটা ঋণ ।
তুমি আমার নিকষ কালো রাতে
জুটিয়ে আন অলীক আলোর ঢেউ ,
তোমার কথা জানি কেবল আমি ,
আমার মতো আর জানেনা কেউ ।
No comments:
Post a Comment