যে শব্দ গুলো তে আমি আদপে বিশ্বাস রাখিনা ,
অক্ষরের সেইসব জঞ্জাল আমি কক্ষনোই লিখিনা ।
চলে যেতে চাইলেই তুমি চশমার কাঁচে রাজপথ ,
উইন্ড স্ক্রিন আটকাবেনা সেই বৃষ্টি রাতের শপথ ।
যে সুফলায় রোপিত আস্থা আমি বাঁচিয়ে তুলতে পারিনি ,
ওই ভূমিটির চির বন্ধ্যা চরিত আড়াল করতে শিখিনি ।
চুপিসারে যদি আসে প্রতিরাত হাড়হিম একাকীত্ব ,
উষ্ণতা দেবে নিশ্চিত জানি ঋজু এই অস্তিত্ব ।
যে আগামীর গহ্বরে কাল প্রসব কি হবে জানিনা ,
অদেখা সে পথে চরৈবেতি মন্ত্র টা আমি ভুলিনা ।
অক্ষরের সেইসব জঞ্জাল আমি কক্ষনোই লিখিনা ।
চলে যেতে চাইলেই তুমি চশমার কাঁচে রাজপথ ,
উইন্ড স্ক্রিন আটকাবেনা সেই বৃষ্টি রাতের শপথ ।
যে সুফলায় রোপিত আস্থা আমি বাঁচিয়ে তুলতে পারিনি ,
ওই ভূমিটির চির বন্ধ্যা চরিত আড়াল করতে শিখিনি ।
চুপিসারে যদি আসে প্রতিরাত হাড়হিম একাকীত্ব ,
উষ্ণতা দেবে নিশ্চিত জানি ঋজু এই অস্তিত্ব ।
যে আগামীর গহ্বরে কাল প্রসব কি হবে জানিনা ,
অদেখা সে পথে চরৈবেতি মন্ত্র টা আমি ভুলিনা ।
No comments:
Post a Comment