কি দেখছো ?
কি ভাবে ফালাফালা করে চিরেছি
তোমার প্রিয় মানুষটির পিঠ !
তোমার সন্তানের নরম শরীর !
কি ভাবছো ?
কি আগ্রাসী ক্ষুধা আমার গোটা শরীরে !
টাটকা গরম রক্তের কি জান্তব তৃষ্ণা
লকলকে জ্বিভায় !
কি বলছো ?
সাধে কি এর নাম
"চাবুক" !
কি ভীষণ পরিমান আতঙ্ক আমার নামে !
কি নিদারুণ ঘৃণা তোমার দু চোখে !
কিন্তু ,
সভ্যতা বা অসভ্যতার
আদি থেকে অন্ত ,
মার দেওয়া'রা থেকে মার খাওয়া'রা
কেউ জানতে চাওনি ,
আমার কেমন লাগে !
নিপীড়িতের শরীরে বিদ্যুতের তীব্রতায়
আছড়ে পড়তে ,
সারা শরীর দিয়ে রক্তের নোনতা স্বাদ
চাটতে ,
কতোটা বিবমিষা জাগে !
কোনো দিন ভেবে দেখেছো ?
উৎপীড়কের হাতের পেষণ যন্ত্র হয়েও
আমি ঠিক কতোটা অসহায় ,
শাসকের একটা ক্রীড়নক মাত্র !
তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে
বিদ্রোহ আছে
বিপ্লব আছে
আছে পালাবদলের ডাক ।
কিন্তু আমার ?
এ শরীরের তো দেওয়ালেই ঠেকে থাকা জীবন যাপন !
ঘৃণিত হওয়ায়
নিজেকে ঘৃণা করায় ,
আবর্তিত
বিষাক্ত অস্তিত্ব !
এবার বুঝলে তো ?
চাবকানো টা চাবুক কে কতোটা চেরে !
কি ভাবে ফালাফালা করে চিরেছি
তোমার প্রিয় মানুষটির পিঠ !
তোমার সন্তানের নরম শরীর !
কি ভাবছো ?
কি আগ্রাসী ক্ষুধা আমার গোটা শরীরে !
টাটকা গরম রক্তের কি জান্তব তৃষ্ণা
লকলকে জ্বিভায় !
কি বলছো ?
সাধে কি এর নাম
"চাবুক" !
কি ভীষণ পরিমান আতঙ্ক আমার নামে !
কি নিদারুণ ঘৃণা তোমার দু চোখে !
কিন্তু ,
সভ্যতা বা অসভ্যতার
আদি থেকে অন্ত ,
মার দেওয়া'রা থেকে মার খাওয়া'রা
কেউ জানতে চাওনি ,
আমার কেমন লাগে !
নিপীড়িতের শরীরে বিদ্যুতের তীব্রতায়
আছড়ে পড়তে ,
সারা শরীর দিয়ে রক্তের নোনতা স্বাদ
চাটতে ,
কতোটা বিবমিষা জাগে !
কোনো দিন ভেবে দেখেছো ?
উৎপীড়কের হাতের পেষণ যন্ত্র হয়েও
আমি ঠিক কতোটা অসহায় ,
শাসকের একটা ক্রীড়নক মাত্র !
তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে
বিদ্রোহ আছে
বিপ্লব আছে
আছে পালাবদলের ডাক ।
কিন্তু আমার ?
এ শরীরের তো দেওয়ালেই ঠেকে থাকা জীবন যাপন !
ঘৃণিত হওয়ায়
নিজেকে ঘৃণা করায় ,
আবর্তিত
বিষাক্ত অস্তিত্ব !
এবার বুঝলে তো ?
চাবকানো টা চাবুক কে কতোটা চেরে !
No comments:
Post a Comment