চোখের জলের নৈবেদ্য দিলাম ,
হৃদয় উজাড় করে ব্যথার কুসুম
পায়ের উপর রেখে দিলাম ,
তবু তুমি চাইলে না !
বেশ ।
আমি চললাম ।
এবার তুমি জানবে , উপাসিকা বিনা অর্থহীন হয়ে যায় উপাস্য !
আজ থেকে জীবন দেবতা
শুরু হোক তোমার তপস্যা ।
নিজের দেউল হতে প্রত্যাখাতা জীবন কে
অঞ্জলি আদরে বুকে করে নিয়ে আসার ।
নইলে ?
সে তো তুমি জান প্রভু ,
অস্তিত্ব সংকট !
হৃদয় উজাড় করে ব্যথার কুসুম
পায়ের উপর রেখে দিলাম ,
তবু তুমি চাইলে না !
বেশ ।
আমি চললাম ।
এবার তুমি জানবে , উপাসিকা বিনা অর্থহীন হয়ে যায় উপাস্য !
আজ থেকে জীবন দেবতা
শুরু হোক তোমার তপস্যা ।
নিজের দেউল হতে প্রত্যাখাতা জীবন কে
অঞ্জলি আদরে বুকে করে নিয়ে আসার ।
নইলে ?
সে তো তুমি জান প্রভু ,
অস্তিত্ব সংকট !
No comments:
Post a Comment