একাকীত্বের সম্পৃক্ততা রোজনামচার সাথে ।
পলাশ শিমুল বিকোচ্ছে ওই চড়া মেক আপ এর হাতে ।
অগুন্তিবার কাচায় শাড়ি ডাক নামেতেই গোলাপি ,
গোলাপ গাঁদা আঁচল শরীরে ওই শহুরে সোহাগী ।
রবি ঠাকুরের দোল উৎসবে ললিত এবং ললনা
বসন্ত ,
তোমার আমার ভালবাসাবাসি জাস্ট হয়ে আর উঠলো না !
পলাশ শিমুল বিকোচ্ছে ওই চড়া মেক আপ এর হাতে ।
অগুন্তিবার কাচায় শাড়ি ডাক নামেতেই গোলাপি ,
গোলাপ গাঁদা আঁচল শরীরে ওই শহুরে সোহাগী ।
রবি ঠাকুরের দোল উৎসবে ললিত এবং ললনা
বসন্ত ,
তোমার আমার ভালবাসাবাসি জাস্ট হয়ে আর উঠলো না !
No comments:
Post a Comment