আমি যাকে ভালবাসি সে খোয়ালে পলাশের কুল,
আমি যাকে ঘৃণা করি সে গোছালে শিমুলের ভুল।
আমি যাকে কাছে ডাকি সে বোঝেনা প্রেম মানে লাজ,
আমি যাকে দূরে রাখি সে চায়না প্রণয়ীর তাজ।
আমি যার চোখে বাঁচি সে মেটায় পেশিময় ভুখ,
আমি যার বুকে বাঁচি সে রাঙায় আঁচলের সুখ।
কে আমার সর্বগ্রাসী ভালোবাসা?
কে আমার বড়ো মিঠেল ঘৃণা?
এতো সর্বনাশ পেরোলাম,
আজো
ফাগুনের বিকেল চিনিনা!
আমি যাকে ঘৃণা করি সে গোছালে শিমুলের ভুল।
আমি যাকে কাছে ডাকি সে বোঝেনা প্রেম মানে লাজ,
আমি যাকে দূরে রাখি সে চায়না প্রণয়ীর তাজ।
আমি যার চোখে বাঁচি সে মেটায় পেশিময় ভুখ,
আমি যার বুকে বাঁচি সে রাঙায় আঁচলের সুখ।
কে আমার সর্বগ্রাসী ভালোবাসা?
কে আমার বড়ো মিঠেল ঘৃণা?
এতো সর্বনাশ পেরোলাম,
আজো
ফাগুনের বিকেল চিনিনা!
No comments:
Post a Comment