মন ভালো নেই একলা দুপুর কিতকিতেরা দাওয়ায় শুয়ে,
ঝিম ধরালো ছোঁয়াছুঁয়ি মাতাল ব্যথা গলায় রুয়ে।
কুমির ডাঙার মিথ্যে নদী "ডুববি সাথে?" ফুসলে ডাকে,
চিঠি কাকুর ঝোলার আড়াল লুকোচুরি অথৈ বাঁকে।
তুই কেন রোজ ডাকতে আসিস, গাদীর কোটটা কাটা ফেলে?
ইষ্টিকুটুম কামরাঙা কি তোর রাজত্বে সদাই মেলে?
আনবি না আর কক্ষনো তুই আমার জন্যে কেবল একা।
ফুলি কেমন ঠোঁটটি বেঁকায়, গিনি তড়পায় আমরা বোকা!
যায় নি আজ ডোরা শার্ট খেলুড়ে তার মিতার বাড়ী,
অমন করে ঝাঝিয়ে দিলি, তোর সঙ্গে ভীষণ আড়ি!
কিন্তু মন তো বসছে না আজ ডাঙ্গুলী আর গোল্লাছুটে,
কেন যে ছাই চোখ ভেজাচ্ছে আখাম্বা জল বেবাক জুটে।
বিকেল সাজে জড়িয়ে গায়ে কুমকুম আর স্বর্ণচরী,
খালের ঢেউয়ে সামাল সামাল কি লেখা এক ছোট্ট তরী।
আনমনা সুর উথলে পড়ে আড়বাঁশির ওই বুকটা দুলে,
বকুল গাছের উঠোন ভরা মুখ ভার সব শুকনো ফুলে।
সন্ধ্যে প্রদীপ উঠছে জ্বলে ঠাকুরদালান তুলসীতলায়,
"বাঁশিওলা, ফিরবি না আজ" কে শুধোল আলতো গলায়?
সাঁঝের আলো চুঁইয়ে নামে অশ্রুধোয়া পান পাতাটি,
কে বলেছে কৈশোর প্রেম সব শাপিত সবটা মাটি?
খেলুড়ে দুটি চললো ফিরে নিজেদের সেই নিটোল গাঁয়ে,
কাগজের নাও এক হাতে আর বকুল বাঁশি অন্য টায়ে।
গোল্লাছুট কুমিরডাঙা চুউউ কিতকিত এবার আসি?
আমরা তোদের আজও জানিস, অনেকখানি ভালোবাসি।
ঝিম ধরালো ছোঁয়াছুঁয়ি মাতাল ব্যথা গলায় রুয়ে।
কুমির ডাঙার মিথ্যে নদী "ডুববি সাথে?" ফুসলে ডাকে,
চিঠি কাকুর ঝোলার আড়াল লুকোচুরি অথৈ বাঁকে।
তুই কেন রোজ ডাকতে আসিস, গাদীর কোটটা কাটা ফেলে?
ইষ্টিকুটুম কামরাঙা কি তোর রাজত্বে সদাই মেলে?
আনবি না আর কক্ষনো তুই আমার জন্যে কেবল একা।
ফুলি কেমন ঠোঁটটি বেঁকায়, গিনি তড়পায় আমরা বোকা!
যায় নি আজ ডোরা শার্ট খেলুড়ে তার মিতার বাড়ী,
অমন করে ঝাঝিয়ে দিলি, তোর সঙ্গে ভীষণ আড়ি!
কিন্তু মন তো বসছে না আজ ডাঙ্গুলী আর গোল্লাছুটে,
কেন যে ছাই চোখ ভেজাচ্ছে আখাম্বা জল বেবাক জুটে।
বিকেল সাজে জড়িয়ে গায়ে কুমকুম আর স্বর্ণচরী,
খালের ঢেউয়ে সামাল সামাল কি লেখা এক ছোট্ট তরী।
আনমনা সুর উথলে পড়ে আড়বাঁশির ওই বুকটা দুলে,
বকুল গাছের উঠোন ভরা মুখ ভার সব শুকনো ফুলে।
সন্ধ্যে প্রদীপ উঠছে জ্বলে ঠাকুরদালান তুলসীতলায়,
"বাঁশিওলা, ফিরবি না আজ" কে শুধোল আলতো গলায়?
সাঁঝের আলো চুঁইয়ে নামে অশ্রুধোয়া পান পাতাটি,
কে বলেছে কৈশোর প্রেম সব শাপিত সবটা মাটি?
খেলুড়ে দুটি চললো ফিরে নিজেদের সেই নিটোল গাঁয়ে,
কাগজের নাও এক হাতে আর বকুল বাঁশি অন্য টায়ে।
গোল্লাছুট কুমিরডাঙা চুউউ কিতকিত এবার আসি?
আমরা তোদের আজও জানিস, অনেকখানি ভালোবাসি।
No comments:
Post a Comment