Thursday, April 19, 2018

দ্বন্দ্ব সমাস

আমি -
"তোমায় আর কোথায় খুঁজি বল না ?
তোরঙ্গ বটুয়া দেরাজ আলনা ,
তেতলা ছাদ কলঘর আঙিনা ,
তোষক ফ্রেম জাফরি দোলনা ,
তন্নতন্ন খোঁজাও দিশা পেলনা !
কোথায় চলকে হারালে , আনমনা ?"

সে -
"তোমার আবার শুরু আমায় খোঁজা ?
সেই যে বাঁধলে চাবির গাছা ,
সেই যে কুচোলে ধুতির কোঁচা ,
সেই যে ছিঁড়লে চিঠির গোছা ,
সেইদিনই যে শুরু গো আমাকে মোছা !
আজ ফেরাবে আমায় , আবাল্য বোঝা ?"

সখা -
"রাতের বেলা একলা ছাদে কি ওঠে ?
রান্না বান্না চুকিয়ে এসো তো খাটে ,
রাজ্যের কাজে স্বামী যে কেবলি ছোটে ,
রমণী তবেই সুখ টা তোমার জোটে ,
রাগের ঠ্যাকার তোমার একারই বটে !
রসের দুকলি ফোটে না তোমার ঠোঁটে ?"

দিন কেটে যায় এভাবে প্রতিটি বাসায়
দ্বন্দ্ব সমাস আমি সে ও সখায় ।

No comments:

Post a Comment