Monday, April 23, 2018

প্রেম কাকে বলা চলে?

অনেকসময় এক দু ফোঁটা আসমানি জল ছুঁয়ে যায় ধরিত্রীর খাবলাটে ফুটিফাটা বুক। ঠুমকায় ডাঁটিয়াল ছিলিক ছিলিক চালাকিতে পল কয়েকেই তার আসা এবং যাওয়ার দায়বদ্ধতা সারা হয়।
তাকে কি কারুণ্য বলা চলে?

আশরীর তেষ্টাতে অবসন্ন ধরিত্রী হাউহাউ করে গিলতে গিয়ে খানিকটা শুকনো হাওয়া গলায় ঢোকায়। একই সাথে বোকামি মেশা বিষম খায় আর ভিখিরি চাউনি মেলে ঠোঁট চাটে।
তাকে কি আদেখলা বলা চলে?

একটি জুঁইয়ের আধাবয়সি গাছ নিজেকে নিঙড়ে ঠিক চার থোকা ফুল ফুটিয়েছে এইমাত্র। ওর নসিবের জল টুকু শুষে নিতে গিয়ে থমকে যায় ও পাত-কোশের জল গড়িয়ে দেয় ধরিত্রীর কষ বেয়ে।  তাকে কি প্রেম বলা চলে?

আমরা জানি, মাটি ভালোবাসে কেবল আকাশকে।

জুঁইয়ের ঝোপ কেবল ...

অসংখ্যক গুণগ্রাহী প্রেমার্থীর একজন মাত্র।

ঘোর শ্রাবণীতে ঝাপটাবে অম্বর বসুধার দামাল প্রেম।
ভরা বাদরে তারই মাঝে কখন ঘাড় মোড় ভেঙে পড়ে থাকবে জুঁইয়ের শরীর, ধরা জানতেও পারবে না।

জানতে চাইবেও তো না।

ধ্যুস
প্রেমাস্পদ তো নয়!

আচ্ছা, কাকে প্রেম বলা চলে?

1 comment: