Thursday, April 19, 2018

মেরী

মেরী,
ভালো আছো তো?
২০-২১ বছর পার হল, তাইনা?
ঋজু দেহে রাজহংসীর মতো হেঁটে যাও আজো?
বয়স তো হল বেশ, আর বোধহয় পারনা...
জানো, আজো একটা বিষয়ে আমার প্রবল সন্দেহ,
রিনা ব্রাউন তোমায় দেখেই অমন দৃপ্ত অহং শেখেনি তো?...
মনে আছে,
পিটার এর সাথে ক্যারাম খেলার অছিলায়,
আসলে হৃদপিণ্ড গলায় নিয়ে দেখতে তো যেতাম তোমায়!
ভাই এর বন্ধু তাই তুমিও পাশে আসতে
কথা বলতে
চুল গুলো এলোমেলো
করে দিতে কখনো।
কেঁপে কেঁপে উঠতাম
চুইয়ে আসতো ভালোলাগা
লোমকূপে জেগে ওঠা অজানা আবেশ
হাফ প্যান্ট দিয়েই ঢাকতাম!...
লালদীঘির ওধারে কোথায় যেনও স্টেনো ছিলে।
প্রফেশান যাই হোক,
প্যাশান গান কেই বেছেছিলে...
তার জন্যই নাগো?
এক হোটেল গাইয়ের ভরসায়
ঘর ছেড়ে
কাজ ছেড়ে
চলে গেলে
বিদেশ বিভূঁই।
নামী সিঙ্গার হবার আশায়!
পড়ে রইল তোমার চেনা শহর
পড়ে রইল তোমার সুকুমারী অস্তিত্ব
পড়ে রইলাম আমি আমরা!
বেশ কয়েক মাস শুধু খোঁজ কোথায় কোথায়
কোনও খবর নেই তোমার,
তারপর জানলাম এদিক সেদিক কানাঘুষোয়
বিপর্যস্ত ছন্নছাড়া জীবন তোমার!
গান গাও তুমি
তবে সেটা তৃতীয় শ্রেণীর বার এ!
ঘর ও আছে একটা
তবে বাসিন্দা মা ছেলে!
কোলকাতা আসবেনা কোনোদিনও,
ফ্যামিলি একসেপ্ট করবেনা তো!
কুমারী মা যে!!!
বাঁকা চোখ
বিঁধানো দৃষ্টি
বেপরোয়া মুখ
বিকৃত বাক্যবাণ!
কারণ তোমার সন্তান
টম ডিক হ্যারি
জিসাস নয়!
এনিওয়ে, যেখানেই থেকে থাকো,
বেথেল কিম্বা ব্রথেল
মেরী ক্রিসমাস টু ইউ!!!
ভালো থেকো।
-আমি।

No comments:

Post a Comment