#নিলাজীরজীয়নকথা৩
...দিন কাটছে একেকটা যেন নোড়া দিয়ে শিল পেষাণ, লাজী হটাৎ পত্র পেল ফিরছে স্বামী এই মাসাবসান।
শউর ঠাউর মেয়ের বাড়ি, শাউড়ি তো সুখেই বুক মাড়ায়,
গলা টিপে হুকুম দিলো, যেন একটি বেফাঁস কথা না কয়!
ঘর গেরস্তের যেমনটি হয়, মেয়ে একদিন পোয়াতি হলো। লাজীর কোল আলো করে ফুটফুটে এক খোকা এলো।
দোহাঁ দুহুঁ কূজন কুহু, কেটে গেল বেশ কয়েকটি দিন। লাজীর বরাতে ভীষণ তুফান, ষড়যন্ত্রী বিবেক হীন।
একদিন সেই কুটিল থাবা খাবলে নিল স্বস্তি শ্বাস, লাজীর বর খুন হলো আর লাজীর হলো হাজতবাস।
ভাবছেন তো মেয়ের কি দোষ, কেন তার এই শাস্তিপাশ?
শাউড়ি যে তার নালিশ ঠোকে, বউয়ের হাতেই প্রাণটা নাশ!
বাঁশিদেওয়া গাঁয়ের বেটি, আছাড়িপিছাড়ি প্রতিটি পল। স্বামীর হাতের সেই বাঁশরী, একটিমাত্র তার সম্বল।
কি মনে হয়, মরবে লাজী, আঁধার কুঠুরি গিলে খাবে? এমনও কি হতে পারে জেদী মেয়ে লড়াই দেবে?
মরবে নাকি লড়বে লাজী, ঘোচাবে মিথ্যে কলঙ্কভার।
আগামীকাল বলবো আমি, কতোটা নির্মম যুদ্ধ তার।
...দিন কাটছে একেকটা যেন নোড়া দিয়ে শিল পেষাণ, লাজী হটাৎ পত্র পেল ফিরছে স্বামী এই মাসাবসান।
শউর ঠাউর মেয়ের বাড়ি, শাউড়ি তো সুখেই বুক মাড়ায়,
গলা টিপে হুকুম দিলো, যেন একটি বেফাঁস কথা না কয়!
ঘর গেরস্তের যেমনটি হয়, মেয়ে একদিন পোয়াতি হলো। লাজীর কোল আলো করে ফুটফুটে এক খোকা এলো।
দোহাঁ দুহুঁ কূজন কুহু, কেটে গেল বেশ কয়েকটি দিন। লাজীর বরাতে ভীষণ তুফান, ষড়যন্ত্রী বিবেক হীন।
একদিন সেই কুটিল থাবা খাবলে নিল স্বস্তি শ্বাস, লাজীর বর খুন হলো আর লাজীর হলো হাজতবাস।
ভাবছেন তো মেয়ের কি দোষ, কেন তার এই শাস্তিপাশ?
শাউড়ি যে তার নালিশ ঠোকে, বউয়ের হাতেই প্রাণটা নাশ!
বাঁশিদেওয়া গাঁয়ের বেটি, আছাড়িপিছাড়ি প্রতিটি পল। স্বামীর হাতের সেই বাঁশরী, একটিমাত্র তার সম্বল।
কি মনে হয়, মরবে লাজী, আঁধার কুঠুরি গিলে খাবে? এমনও কি হতে পারে জেদী মেয়ে লড়াই দেবে?
মরবে নাকি লড়বে লাজী, ঘোচাবে মিথ্যে কলঙ্কভার।
আগামীকাল বলবো আমি, কতোটা নির্মম যুদ্ধ তার।
No comments:
Post a Comment