চারপাশে মৃত সম্পর্কেরা প্রেতের মতো দাঁড়িয়ে !
লালসা কীর্ণ চোখগুলো সব উদগ্র জিহবা বাড়িয়ে !
এটুকু বুঝতে এতোগুলো দিন পার !
দাঁত নখ গুলো লুকোনো ছিল যে মিথ্যে স্নেহের উষ্ণতায় !
জান্তব ক্ষুধা গুড়ি মেরে ছিল কুলিশ কপট তঞ্চকতায় !
বিশ্বাস , এটা কি তোমার হার ?
ভেবোনা তুমি , পথ চলা তবু বন্ধ হবেনা জীবনের ।
মানুষের তরে মানুষের খোঁজ দীপশিখা জ্বেলে মরমের ।
এই যে সময় আত্মদীপ হবার !
এ আঁধারের পঙ্কিল পথ , তারি জ্যোতিঃ তেজে চলে যাবো আমি পেরিয়ে ,
আজো আমি মানি , এ পথের শেষে এক ধ্রুবতারা আমার জন্য দাঁড়িয়ে !
পথ টুকু পেরোনোর শক্তি টুকু দিও মহাকাল ।
লালসা কীর্ণ চোখগুলো সব উদগ্র জিহবা বাড়িয়ে !
এটুকু বুঝতে এতোগুলো দিন পার !
দাঁত নখ গুলো লুকোনো ছিল যে মিথ্যে স্নেহের উষ্ণতায় !
জান্তব ক্ষুধা গুড়ি মেরে ছিল কুলিশ কপট তঞ্চকতায় !
বিশ্বাস , এটা কি তোমার হার ?
ভেবোনা তুমি , পথ চলা তবু বন্ধ হবেনা জীবনের ।
মানুষের তরে মানুষের খোঁজ দীপশিখা জ্বেলে মরমের ।
এই যে সময় আত্মদীপ হবার !
এ আঁধারের পঙ্কিল পথ , তারি জ্যোতিঃ তেজে চলে যাবো আমি পেরিয়ে ,
আজো আমি মানি , এ পথের শেষে এক ধ্রুবতারা আমার জন্য দাঁড়িয়ে !
পথ টুকু পেরোনোর শক্তি টুকু দিও মহাকাল ।
No comments:
Post a Comment