আবার ডাকাডাকি কেন!
করুণা,
শব্দ কোরোনা।
শায়িত শরীর কে ছোবল দেয় সরীসৃপ জোড়া দাঁতে একসাথে।
আমি নিয়োজিত বিধিসম্মত মাংসপেশীদের আশ্লেষ তুষ্টিতে।
ঢেঁকির পাড় দিয়ে যেতে হয় অনর্গল।
আমার
একদিন লালসা গড়িয়েছিল পুরু ঠোঁট থেকে বহুতর অনিন্দ্য দর্শনে।
বেচারা জিভটা চিরে গেছে বলা বাহুল্য সেইসব নামের রাশির কোপে।
আমায়
আজ দ্যাখো চাটছে মোট ঊণপঞ্চাশটা লালা ভরা জিভ একযোগে।
খাদকই টাগরায় টুসকি যোগানো রসালো খাদ্য বনে গিয়েছি বর্তমানে।
এখনো
তবে ও কার চেরা জিভ ডাকনামে উসকায় বোকা মেয়েটার প্রেম মাঝরাতে?
জানোকি
ঠিকঠাক এবার কি কি তারা চিরবে বলে পোড়া পোষ্টকার্ড এ পূর্বাভাস এসেছে?
করুণা,
তোমাকে আমি ভয় পাই।
কুঁকড়ে যাই আমি ও আমার উত্থিত যা কিছু।
বারোভাতারির উল্টো কি যেন বলে...
করুণা,
শব্দ কোরোনা।
শায়িত শরীর কে ছোবল দেয় সরীসৃপ জোড়া দাঁতে একসাথে।
আমি নিয়োজিত বিধিসম্মত মাংসপেশীদের আশ্লেষ তুষ্টিতে।
ঢেঁকির পাড় দিয়ে যেতে হয় অনর্গল।
আমার
একদিন লালসা গড়িয়েছিল পুরু ঠোঁট থেকে বহুতর অনিন্দ্য দর্শনে।
বেচারা জিভটা চিরে গেছে বলা বাহুল্য সেইসব নামের রাশির কোপে।
আমায়
আজ দ্যাখো চাটছে মোট ঊণপঞ্চাশটা লালা ভরা জিভ একযোগে।
খাদকই টাগরায় টুসকি যোগানো রসালো খাদ্য বনে গিয়েছি বর্তমানে।
এখনো
তবে ও কার চেরা জিভ ডাকনামে উসকায় বোকা মেয়েটার প্রেম মাঝরাতে?
জানোকি
ঠিকঠাক এবার কি কি তারা চিরবে বলে পোড়া পোষ্টকার্ড এ পূর্বাভাস এসেছে?
করুণা,
তোমাকে আমি ভয় পাই।
কুঁকড়ে যাই আমি ও আমার উত্থিত যা কিছু।
বারোভাতারির উল্টো কি যেন বলে...
No comments:
Post a Comment