দাঁড়ান !
কোথায় চললেন ?
জানি এভাবেই চলে যান আপনি ,
এক লোক থেকে অন্য লোকে ,
এক দেখা থেকে বিভিন্ন দেখায় ।
এক ধৈর্য পেরিয়ে আরেক স্থৈর্যে !
কিন্তু ,
আজ তো যেতে দেবনা আপনাকে ।
একটুক্ষণ রইলেনই নাহয় আমার কাছে ।
বিশ্ব কবি , কবি গুরু , গুরু দেব ...
নাহ !
এদের কাউকে চাইনে আমার ।
শুধু রবি বাবু হয়ে দাঁড়ান একটি বার ...
এতো শ্রান্তি কেন আপনার চোখে ?
এভাবে ঝুঁকে দাঁড়ালেন যে !
ওহ !
বিশালত্বের বিরাট জোব্বায় ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুর তো নন আপনি ।
আজ তো কেবলই রবি , রবি বাবু হয়েছেন আপনি !
বৌঠানের অসহায় দেওর ,
ছুটির অভিযুক্ত বর ,
চিন্তিত বাবা বেলি মীরার ।
ডি এন টেগোর নামক এক কঠিন পুরুষের পরিবার তন্ত্রের
এক শান্ত অনুগত সামন্ত ! ...
কতো কিছু সইলেন আপনি ।
আরও কতো সইবেন কি জানি !
চূড়ান্ত অবমাননা থেকে উথলে ওঠা আদিখ্যেতার সন্মাননা ! ...
সরি ,
প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ মিঃ টেগোর ।
যাক ,
আজ তো আপনার জন্মদিন ।
আমি কি দি আপনাকে ?
গান গাইলে শুনবেন ?
ভুল সুরো হবো !
কবিতা বলতে দেবেন ?
শব্দ ভুলে যাবো !
তবু গাই , কেমন ?
তবু বলি ? ...
ওই যে ,
ওরা সব এসে পড়লো আবার !
আপনাকে খোলস বন্দী করে
ভগবানের বসন চড়িয়ে
নিয়ে যাবে এবার !
রাজা আপনি ।
কতো বহুমূল্য বরমাল্যে উঠবেন ভরে ,
অকিঞ্চিৎ রক্তকরবী তে আপনার কাজ নেই ।
যান চলে । ...
শুধু একটা জবাব যান দিয়ে ।
নিজের মতো করে আপনাকে কেনও পেতে পারবো না আমি ?
কেনও আপনাকে আড়াল করে রাখে ওইসব
বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ সংস্কৃতি সেনানী ?
কেন পারলেন না নিজেকে প্রতিটি হেটো মেঠো অস্তিত্বে ছড়াতে ?
কেনও কুক্ষিগত হয়ে রইলেন এক আপাত পরিশীলিত উচ্চ বর্গের হাতে ? ...
শুনুন শুনুন ,
মাপা সুর বাঁধা বুলির জগত থেকে এক ঝটকায় আপনার হাত দুটি ধরে মারি এক টান ?
নিয়ে যাই হটাৎ খুশি অকারণ হাসি অনাবিল আনন্দের দেশে ?
সহজ কথা সরল সুর সহজিয়া প্রাপ্তিতে ভরে উঠে লিখবেন ,
আজও যা লেখা হয়নি ।
আজও যে সুর গাঁথেন নি ।
নিজেকে খোঁজার পালা এই দেড়শ বছরেও কি শেষ হল রবি বাবু ?
আদৌ কি হয় ?
যাবেন ? ...
চুপ করেই রইলেন ?
এনিওয়ে , হ্যাপি বার্থডে টু ইউ মিঃ আর এন টেগোর ।
এভাবেই ভাল থাকুন আরও দেড়শ বছর !!!
কোথায় চললেন ?
জানি এভাবেই চলে যান আপনি ,
এক লোক থেকে অন্য লোকে ,
এক দেখা থেকে বিভিন্ন দেখায় ।
এক ধৈর্য পেরিয়ে আরেক স্থৈর্যে !
কিন্তু ,
আজ তো যেতে দেবনা আপনাকে ।
একটুক্ষণ রইলেনই নাহয় আমার কাছে ।
বিশ্ব কবি , কবি গুরু , গুরু দেব ...
নাহ !
এদের কাউকে চাইনে আমার ।
শুধু রবি বাবু হয়ে দাঁড়ান একটি বার ...
এতো শ্রান্তি কেন আপনার চোখে ?
এভাবে ঝুঁকে দাঁড়ালেন যে !
ওহ !
বিশালত্বের বিরাট জোব্বায় ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুর তো নন আপনি ।
আজ তো কেবলই রবি , রবি বাবু হয়েছেন আপনি !
বৌঠানের অসহায় দেওর ,
ছুটির অভিযুক্ত বর ,
চিন্তিত বাবা বেলি মীরার ।
ডি এন টেগোর নামক এক কঠিন পুরুষের পরিবার তন্ত্রের
এক শান্ত অনুগত সামন্ত ! ...
কতো কিছু সইলেন আপনি ।
আরও কতো সইবেন কি জানি !
চূড়ান্ত অবমাননা থেকে উথলে ওঠা আদিখ্যেতার সন্মাননা ! ...
সরি ,
প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ মিঃ টেগোর ।
যাক ,
আজ তো আপনার জন্মদিন ।
আমি কি দি আপনাকে ?
গান গাইলে শুনবেন ?
ভুল সুরো হবো !
কবিতা বলতে দেবেন ?
শব্দ ভুলে যাবো !
তবু গাই , কেমন ?
তবু বলি ? ...
ওই যে ,
ওরা সব এসে পড়লো আবার !
আপনাকে খোলস বন্দী করে
ভগবানের বসন চড়িয়ে
নিয়ে যাবে এবার !
রাজা আপনি ।
কতো বহুমূল্য বরমাল্যে উঠবেন ভরে ,
অকিঞ্চিৎ রক্তকরবী তে আপনার কাজ নেই ।
যান চলে । ...
শুধু একটা জবাব যান দিয়ে ।
নিজের মতো করে আপনাকে কেনও পেতে পারবো না আমি ?
কেনও আপনাকে আড়াল করে রাখে ওইসব
বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ সংস্কৃতি সেনানী ?
কেন পারলেন না নিজেকে প্রতিটি হেটো মেঠো অস্তিত্বে ছড়াতে ?
কেনও কুক্ষিগত হয়ে রইলেন এক আপাত পরিশীলিত উচ্চ বর্গের হাতে ? ...
শুনুন শুনুন ,
মাপা সুর বাঁধা বুলির জগত থেকে এক ঝটকায় আপনার হাত দুটি ধরে মারি এক টান ?
নিয়ে যাই হটাৎ খুশি অকারণ হাসি অনাবিল আনন্দের দেশে ?
সহজ কথা সরল সুর সহজিয়া প্রাপ্তিতে ভরে উঠে লিখবেন ,
আজও যা লেখা হয়নি ।
আজও যে সুর গাঁথেন নি ।
নিজেকে খোঁজার পালা এই দেড়শ বছরেও কি শেষ হল রবি বাবু ?
আদৌ কি হয় ?
যাবেন ? ...
চুপ করেই রইলেন ?
এনিওয়ে , হ্যাপি বার্থডে টু ইউ মিঃ আর এন টেগোর ।
এভাবেই ভাল থাকুন আরও দেড়শ বছর !!!
No comments:
Post a Comment