Thursday, April 19, 2018

যাতা!

কলম ,
তুমি বুঝি আজ কবিতা লিখবে ?
বেশ তো লেখো ,
এ আর কতো কঠিন হবে ?
ও হ্যাঁ শোন ,
নীল যন্ত্রণায় জারিত তো তোমার নরম গোলাপি অস্তিত্ব ?
প্রতি আখরে ওগরাতে পারও গভীর গহন বেদন ?
ক্ষমতা রাখো নিজেকে বিকিয়ে হতে নিঃস্ব রিক্ত ?
মহাকাল যে পরখ করেই কিনবে তোমার একান্ত লেখন ।
একটি কবিতার জন্মে সইতে হয় সহস্র প্রসব চিৎকার !
একটি কবিতা জন্মাতে নিংড়াতে হয় হাজার পুরুষকার !
কবি কিন্তু পুরুষ হয়না , কবি হয়না নারী ।
কবি অর্ধনারীশ্বর , প্রকৃতি পুরুষে জড়াজড়ি !
কবি কিন্তু বড্ডও একেলা ,
টিলার ঘর তার নেই প্রতিবেশী ।
সুখ দুঃখের তীব্র আবেশে
একাই থাকা আজন্ম আবেশি ।
সংসার যখন জড়িয়ে থাকে
আচার বিচার ব্যসন ,
কবি তখন ভূমার মাঝে
বিরাট দিগ্ বসন !
তুমি যখন সুখ কে গড়ো
অভিজাত ছুৎ মার্গ ,
কবি তখন পাগলা পাগলী
ফুটপাথই তার স্বর্গ !
এবার বলো , লিখবে কলম
দু একখানি কবিতা ?
কি আর এমন ব্যাপার এতে ?
কবি তো কবিতাই ,
যাচ্ছেতাই যাতা !

No comments:

Post a Comment