Wednesday, April 18, 2018

বাঁধবি?

জানিস সুপূর্ণা,
কোনো কোনো প্রেম দাঁড় ঝাঁকানি ঘমন্ডী কাকাতুয়া।
ঝুঁটিফুটি বাগিয়ে সে এক দস্তুরমত আড়ম্বরী আশনায়।

টেকে না...

একেকটা আবার,
ঝিম লাগা ঝুম দুপুরে আতেঁল গেরেমভারী ঘুঘুটি।
কিঞ্চিৎ ডাঁয়েবায়ে থুত্নিটি নাচিয়ে ব্যারীটোনে দিল দ্যায়।

থাকে না...

দুচারটে এমন,
হরদম কিচিমিচি সাজুনে গুজুনে ছটফটি টিয়ারা।
লাফিয়ে চিকরিয়ে এক ঠোঁটেমাখা ভালোবাসা বাতলায়।

বোঝে না...

উফফ! থামবি?
কি হলো! বলবি?
সবই তোর টেকে না থাকে না আর বোঝেনা!
সুপূর্ণা, কোন বুকেই ভালোবাসা কি বাঁচেনা?

জানিস রণজয়,
আরেক সে প্রেম দুই সিধেসাদা গেরস্তঘর চড়াই।
দিনভর ব্যস্ততা সন্ধ্যেয় দুটি বাঁধে সোহাগকে আচঁলায়।

আজকাল বুঝলি, মোটেও অমনটা হয় না!
জানিস ভারী, তোর আসল প্রেমতো সয় না! 

এভাবে,
গোধূলি জোগায় কথোপকথন বাঁধুনী,
দুজনায় গড়ে চাপানউতোর এ বেনুনী।
হটাৎ,
বিকেলে মিশছে পূরবী নিজেকে রাঙ্গিয়ে,
কনে দেখা আলো তর্ক টা দিলো ডুবিয়ে।

ওমন বুকে বাঁধবি সুপূর্ণা?
এমন ভালোবাসবি, রণজয়?

No comments:

Post a Comment