Thursday, April 19, 2018

একা লাগে

একা লাগে বুঝি ?
লাগে , মাঝে মাঝে ।
শীতের বিকেল গুলি,
বিষণ্ণতায় সাজে ।
চায়ের দোকান ,
গলির মোড় ,
ধোঁয়াশা দিয়ে ঢাকা ।
পথের ওধারে
ছোট্ট যীশু ,
মা ছাড়া
আজ একা !
আঁতলামো নয় !
শিরশিরে ভয় !
চারিয়ে যাচ্ছে শরীরে ,
কোনোদিন যদি
আমার ছেলেও
দাঁড়ায় পথের ওধারে !
সান্টা তো আসে শুধুই এধারে
কেক ক্যান্ডেল রাত্রি !
সব আলোজ্বলা খুশি তো এধারে ,
ওদিক , আজও
আলোর পথযাত্রী !
ওদের সাথে ,
সেই গল্প টা সাথে নিয়ে
আজও আমি পথ হাঁটি ।
"একটি রুশী মেয়ে আর তিনটি দেশলাই কাঠি ।"

No comments:

Post a Comment