বিষণ্ণতার কাছে একচিলতে সুখ চেয়েছি ।
হাহাকারের কাছে এত্তটুকুন আদর ।
অপ্রাপ্তির কাছে ছোট্ট পরিপূর্ণতা চেয়েছি ।
একাকীত্বের কাছে ক্ষণিক গোধূলি ।
পেয়েও গেছি ।
ব্যস !
আর লুকোচুরি খেলবো না আমি ।
মাখিয়ে দাও হাল্কা গাঢ় ফ্যাকাসে গভীর সবকটা রঙ ।
আর পালিয়ে বেড়াবো না আমি ।
সেজে ফিরবনা মিছে 'বেশ আছি , ভাল আছির' অদ্ভুতুড়ে সঙ ।
নিঃস্ব রিক্ত অপমানিত পরাজিত , এতকাল ভীরু বুকে
আড়চোখে দেখা এইসব রঙ ,
আজ চেখে দেখবো আমি ।
ক্লান্ত বিষণ্ণ পরিশ্রান্ত অবসন্ন , এতদিনে অতি যতনে
এড়িয়ে যাওয়া এইসব রঙ ,
আজ জড়িয়ে নেবো আমি ।
শূন্য থেকেই শুরু হোক আমার পূর্ণতার নিশ্চিত যাত্রা ।
মেকি জীবনের ফাঁকা ফাঁকা অক্ষরগুলো পেয়ে যাক বেঁচে থাকার জীবন্ত মাত্রা।
রাঙিয়ে দাও
সাজিয়ে দাও
ফুটিয়ে তোলো
শ্বেত শুভ্র সাবধানী ক্যানভাসে জীবনের সবকটা
তীব্র বলিষ্ঠ সুখ দুঃখের অভিঘাতী রঙ ।
নইলে তোমায় বসন্ত বলে ডাকবোই না ।
নির্ভাবনায় অনিশ্চিতের ভেলায় ভাসবই না ।
উজাড় করে নিজেকে দিয়ে তোমায় ভরিয়ে তুলবোই না ।
এবার বলো ,
দেবেনা রাঙিয়ে ?
হাহাকারের কাছে এত্তটুকুন আদর ।
অপ্রাপ্তির কাছে ছোট্ট পরিপূর্ণতা চেয়েছি ।
একাকীত্বের কাছে ক্ষণিক গোধূলি ।
পেয়েও গেছি ।
ব্যস !
আর লুকোচুরি খেলবো না আমি ।
মাখিয়ে দাও হাল্কা গাঢ় ফ্যাকাসে গভীর সবকটা রঙ ।
আর পালিয়ে বেড়াবো না আমি ।
সেজে ফিরবনা মিছে 'বেশ আছি , ভাল আছির' অদ্ভুতুড়ে সঙ ।
নিঃস্ব রিক্ত অপমানিত পরাজিত , এতকাল ভীরু বুকে
আড়চোখে দেখা এইসব রঙ ,
আজ চেখে দেখবো আমি ।
ক্লান্ত বিষণ্ণ পরিশ্রান্ত অবসন্ন , এতদিনে অতি যতনে
এড়িয়ে যাওয়া এইসব রঙ ,
আজ জড়িয়ে নেবো আমি ।
শূন্য থেকেই শুরু হোক আমার পূর্ণতার নিশ্চিত যাত্রা ।
মেকি জীবনের ফাঁকা ফাঁকা অক্ষরগুলো পেয়ে যাক বেঁচে থাকার জীবন্ত মাত্রা।
রাঙিয়ে দাও
সাজিয়ে দাও
ফুটিয়ে তোলো
শ্বেত শুভ্র সাবধানী ক্যানভাসে জীবনের সবকটা
তীব্র বলিষ্ঠ সুখ দুঃখের অভিঘাতী রঙ ।
নইলে তোমায় বসন্ত বলে ডাকবোই না ।
নির্ভাবনায় অনিশ্চিতের ভেলায় ভাসবই না ।
উজাড় করে নিজেকে দিয়ে তোমায় ভরিয়ে তুলবোই না ।
এবার বলো ,
দেবেনা রাঙিয়ে ?
No comments:
Post a Comment