Thursday, April 19, 2018

উত্তরকালের জন্য

আমি একটা ঘর খুঁজছি ।
সারা সমাজ টা উল্টেপাল্টে দেখছি ,
একটা ঘর খুঁজছি ।
মনের প্রসন্ন ব্যাপ্তির মতো জানালা
হৃদয়ের কোমলতার মতো শার্সি দিয়ে ঘেরা
একটা ঘর খুঁজছি ।
কৈশোরের প্রথম শিহরণের মতো হাওয়ায় দোলা
তারুণ্যের দোলাচলের মতো দরজাওয়ালা
একটা ঘর খুঁজছি ।
ঘর টা ভরা থাকবে আমার আমিত্ব দিয়ে ,
অকেজো আমার লেখা কবিতা গুচ্ছ দিয়ে ,
আমার প্রাত্যহিকতার কঠোর কোমল স্পর্শ দিয়ে ,
এমন একটা ঘর খুঁজছি ।
 যেখানে আমার ক্লান্ত শ্রান্ত ঘামে ভেজা শরীর টা
আমারই স্পর্শে উজ্জীবিত হবে ,
যেখানে ভোর গুলো বিলায়েতের আহির ভৈরবের সাথে
সুরে তন্ময় হয়ে বাজবে ,
মধু রবির সাথে সুকান্ত শামসুরের যেখানে
সহাবস্থান হবে ,
বিকেলের ম্লান আলোয় বেহালার স্নিগ্ধ সুন্দরতা
গহরজানের ঠুংরির সাথে মিশে নতুন শরীর পাবে ,
এমন একটা ঘর খুঁজছি ।
যেখানে আমি হাসবো খেলবো নাচবো গাইবো
বন্ধুদের নিয়ে হুল্লোড়ে রাত দিন এক করবো ,
আবার কখনো একেবারে একা হয়ে বসে থাকবো ,
আমার প্রথম প্রেমিক কালপুরুষের দিকে চেয়ে চেয়ে
পাতা ঝরানোর দিন গুলোর জন্য অপেক্ষা করবো ,
এমন একটা ঘর খুঁজছি ।
খুঁজেই চলেছি ,
খুঁজতেই থাকবো ,
আমি বা আমার উত্তরকালের জন্য ।

No comments:

Post a Comment