ও ডাক্তার বাবু
শুনতিসেন ,
আপনার কাসেই আলাম ।
মুই আতুরি
ইটি আমার মেয়ে ,
নুরী ।
ইশকুলি জ্যাকন পড়তো নাম দেসেলাম নুরজাহান !
জগতির আলো !
তা সে তো ছয় কেলাশ পড়তেই অর বাপে জোর করি বে' দে দিলো ।
চান্দপানা মুক নে আমার পাঞ্জর ভেঙি ঘর করতি গ্যালো ।
অর বাপের বয়সি নোক কে সোয়ামী মেনে !
ইশকুল , খেলুড়ে , মায় ছোটবেলা টাও শেষ জেনে ।
বাকি টুকু কি আর কোতি হবে ডাক্তার বাবু ?
এই এত্তটুকুন শরিলের ওপর কতো সয় !
আসলো পলায়ে !
আমার জামাই অরে তালাক দেসে ,
খালি প্যাটে লয় গো বাবু ,
পেট টা ভরি বাচ্চাও দে দেসে !
অরে নিয়ে আলাম আমি ।
এই বাচ্চাটা জ্যামনেই হোক
জম্মানো চাই !
পোসবের বেদনা টা না সইতি শিকলি
নুরী আমার তুফান পোসবের ধাক্কা সয়ে দাঁড়াবে কি করি !
মা না হোতি পারলি
মেয়ের হাহাকার বুকি বাজবে কি করি !
অরে নিয়ে আমি লড়বো জে গো বাবু ,
ঘুরি দাঁড়ানোর লড়াই !
তাই মা অকে হোতি হবেই ।
কতো মেয়েরা নাকি নেকাপড়া করতি পায়
নিজির পায়ে দাঁড়াতি পায় ।
ডাক্তার বাবু , তারা কারা কতি পারেন ?
এই পোড়া চোকে তো একটিও দেকতে পাইনে গো !
সোমা , শেফালি , সাবানা সবার জেবনেই নুরীর দুক্কো !
সিসটির মান্ ষির রোগ তো সাইরে দিতি পারেন এক ফুঁয়ে ,
তা তেনাদের ভিতরির এই পচা পাঁক গুলোন সরায়ে ফেলতি পারেন নে ?
নুরী পারবে গো ডাক্তার বাবু ,
কোলের এই পিসু টান রে সে বুকি জড়ায়ে নিয়েই এগোবে ।
আপনাদের নেকাপড়া জানা ভদ্দর সমাজে
নুরী জগতির আলো হইয়েই মাতা তুলি দাঁড়াবে ।
নেশ্চয় দাঁড়াবে !
সুদু অকে বাচ্চা টাকে জম্মো দেওয়া শিকিয়ে দিতি হবে ।
শুনতিসেন ,
আপনার কাসেই আলাম ।
মুই আতুরি
ইটি আমার মেয়ে ,
নুরী ।
ইশকুলি জ্যাকন পড়তো নাম দেসেলাম নুরজাহান !
জগতির আলো !
তা সে তো ছয় কেলাশ পড়তেই অর বাপে জোর করি বে' দে দিলো ।
চান্দপানা মুক নে আমার পাঞ্জর ভেঙি ঘর করতি গ্যালো ।
অর বাপের বয়সি নোক কে সোয়ামী মেনে !
ইশকুল , খেলুড়ে , মায় ছোটবেলা টাও শেষ জেনে ।
বাকি টুকু কি আর কোতি হবে ডাক্তার বাবু ?
এই এত্তটুকুন শরিলের ওপর কতো সয় !
আসলো পলায়ে !
আমার জামাই অরে তালাক দেসে ,
খালি প্যাটে লয় গো বাবু ,
পেট টা ভরি বাচ্চাও দে দেসে !
অরে নিয়ে আলাম আমি ।
এই বাচ্চাটা জ্যামনেই হোক
জম্মানো চাই !
পোসবের বেদনা টা না সইতি শিকলি
নুরী আমার তুফান পোসবের ধাক্কা সয়ে দাঁড়াবে কি করি !
মা না হোতি পারলি
মেয়ের হাহাকার বুকি বাজবে কি করি !
অরে নিয়ে আমি লড়বো জে গো বাবু ,
ঘুরি দাঁড়ানোর লড়াই !
তাই মা অকে হোতি হবেই ।
কতো মেয়েরা নাকি নেকাপড়া করতি পায়
নিজির পায়ে দাঁড়াতি পায় ।
ডাক্তার বাবু , তারা কারা কতি পারেন ?
এই পোড়া চোকে তো একটিও দেকতে পাইনে গো !
সোমা , শেফালি , সাবানা সবার জেবনেই নুরীর দুক্কো !
সিসটির মান্ ষির রোগ তো সাইরে দিতি পারেন এক ফুঁয়ে ,
তা তেনাদের ভিতরির এই পচা পাঁক গুলোন সরায়ে ফেলতি পারেন নে ?
নুরী পারবে গো ডাক্তার বাবু ,
কোলের এই পিসু টান রে সে বুকি জড়ায়ে নিয়েই এগোবে ।
আপনাদের নেকাপড়া জানা ভদ্দর সমাজে
নুরী জগতির আলো হইয়েই মাতা তুলি দাঁড়াবে ।
নেশ্চয় দাঁড়াবে !
সুদু অকে বাচ্চা টাকে জম্মো দেওয়া শিকিয়ে দিতি হবে ।
No comments:
Post a Comment