Thursday, April 19, 2018

বাবুল...

একটা-দুটো আকাশ
ছেঁচ-তলায় খিড়কীর পাশে শুয়ে,
জোগাড়-কুটো আয়াস
পাখালির ওই ঠোঁটের ডানা দিয়ে।

স্নান সেরেছে বিকেল
কুমকুম আর স্বর্ণ-চরি গায়ে,
মাঠ-মুখো সব দামাল
উঠানে ঠায় গাভী - চোখো মেয়ে।

নথ ছুঁয়েছে চিবুক
লাল চেলি আর গাছ কৌটো নিয়ে।
হাঁপর পাড়ছে বুক
"বাবুল মোরা নইহর ছুটোহি যায়ে...।"

No comments:

Post a Comment